The great indian kapil show: যেখানে শর্মাজি সেখানে হাসির ফোয়ারা। বলছি 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল' শোয়ের কথা। নেটফ্লিক্সে সম্প্রচারিত এই শো নিয়ে রয়েছে অনেক বিতর্কও। তবে দর্শকের চাহিদার সামনে বিতর্ক একেবারে ফিকে। রমরমিয়ে চলছে দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো। শর্মাজির সঙ্গে এই শোয়ে জমিয়ে আড্ডা দেন সেলেবরা। হাসি-মজার মধ্যে দিয়ে রুপোলি দুনিয়ার তারকাদের হাঁড়ির খবর সকলের সামনে ফৈঁস করে দেন কপিল। কথার ভাঁজে সেলিব্রিটিদের জীবনের মুচমুচে খবর পরিবেশনে শর্মাজির যে ভঙ্গিমা তা চেটেপুটে উপভোগ করে দর্শক। এবার কপিল শর্মার সঙ্গে খোশ গল্প করতে আসছেন এভারগ্রিন বর্ষীয়ান অভিনেত্রী রেখা। শুধু গল্পই নয়, শর্মাজির সঙ্গে হাসি-ঠাট্টার মাঝে উঠে এল অমিতাভ প্রসঙ্গও।
রেখার সামনে বসেই অমিতাভকে নকল করলেন কপিল। কৌন বনেগা ক্রোড়পতি নিয়ে বিন্দাস আলোচনা হয়। গল্প করতে গিয়ে কপিল বলেন, তিনি একবার কেবিসি-তে গিয়েছিলেন। তাঁর মা সামনের সারিতেই বসেছিলেন। বিগ বি জানতে চেয়েছিলেন মা তাঁকে কী খাওয়ান।
So guys tightened your belt & get ready for coming episode of #thegreatindiankapilshow #Rekha ji is here with her charm grace & elegance 💫💫💫💫🥰🥰🥰🥰
— 💖👑 GreatestLegendaryIconRekhaji👑 💖 (@TheRekhaFanclub) November 30, 2024
💞💞💞💞💞 pic.twitter.com/wlvcGbX6xj
কপিল কথা শেষ করার আগেই উত্তর দিয়ে দিলেন রেখা। তিনি বলেন, 'ডাল-রুটি'। এটা শুনেই একেবারে 'থ'। এদিকে রেখা রীতিমতো দাপটের সঙ্গে বলেন, এখনও তাঁর সব সিনেমার প্রত্যেকটি সংলাপ ঝরঝরে মুখস্ত। একইসঙ্গে ইঙ্গিত দেন তিনি অমিতাভের কেবিসি-এর নিয়মিত দর্শক।
প্রসঙ্গত, প্রথমবার নেটফ্লিক্সের দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো-এ আসছেন এভারগ্রিন অভিনেত্রী রেখা। আগামী পর্বের টিজার প্রকাশ্যে আসতেই শোয়ের দর্শকের উত্তেজনা তো একেবারে তুঙ্গে। জানা যাচ্ছে, এই পর্বে শর্মাজির সঙ্গে একাই খোশ গল্প করবেন রেখা।
টিজার দেখে এটুকু স্পষ্ট অমিতাভ প্রসঙ্গ উঠলেও তাঁর বিন্দুমাত্র কোনো জড়তা নেই বা এড়িয়ে যাওয়ার প্রবনতা। বরং রসিকতা করতেই দেখা গেল রেখাকে। তাঁর রাশভারি ইমেজের কথাই বারবার শোনে সাধারণ মানুষ। কিন্তু, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল' -এর রেখাকে দেখলে যেন সেই ধারণা একেবারে ভেঙে যাবে।