Samantha At Naga-Shobhita Haldi: সামান্থা রুথ প্রভু আর নাগা চৈতন্য একটা সময় ইন্ডাস্ট্রির পাওয়ার কাপল তকমা পেয়েছিলেন। কিন্তু, সেসব এখন অতীত। দক্ষিণী লেডি সুপারস্টার সামান্থার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দক্ষিণী অভিনেত্রী শোভিতা ধূলিপালার সঙ্গে নতুন জীবনে পা রাখছেন নাগা। তেলুগু রীতি মেনে আট ঘণ্টা ধরে সম্পন্ন হবে বিয়ের যাবতীয় অনুষ্ঠান, এমনটাই শোনা যাচ্ছে। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নাগা-শোভিতার গায়ে হলুদ ও মঙ্গলস্নানের ছবি। সেখানে উপস্থিত ছিলেন সামান্থা! হ্যাঁ, একদমই ঠিক শুনছেন। সামান্থাই ছিলেন। শুধু তাই নয়, ব্রাইড টু বি শোভিতাকে নিজে হাতে হলুদও লাগিয়েছেন। একসঙ্গে ক্যামেরায় পোজও দিয়েছেন।
তবে ইনি কিন্তু, নাগা চৈতন্যর প্রাক্তন স্ত্রী সামান্থা নন। শোভিতার বোন সামান্থা যিনি পেশায় একজন চিকিৎসক। অভিনেত্রীর জীবনের এই বিশেয়, দিনে উপস্থিত ছিলেন তিনি। এই প্রসঙ্গে কিন্তু, একটা কথা না বললেই নয়, নাগার জীবনের সঙ্গে কিন্তু, সামান্থা নামটা জুড়েই রয়েছে। তা সে প্রাক্তন স্ত্রী হোক শ্যালিকা! উজ্জ্বল হলুদ শাড়িতে লেন্সবন্দি হয়েছেন দুই বোন। সামান্থা তাঁর সমাজমাধ্যমের পেজে শেয়ার করেছেন শোভিতার গায়ে হলুদ ও মঙ্গলস্নানের ছবি।
২৯ নভেম্বর, শুক্রবার ২৬ সেকেণ্ডের একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা গিয়েছে ট্রাডিশনাল সাজে নাগা-শোভিতা। পরিবারের সকলের উপস্থিতিতে গায়ে হলুদ ও মঙ্গলস্নানের অনুষ্ঠানে আনন্দে মাতোয়ারা লাভবার্ডস। দুধ সাদা কুর্তা-পায়জামায় নজর কেড়েছেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য আর শোভিতার পরণে শাড়ি।
৮ অগাস্ট আংটি বদল করেছিলেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা। এক্স হ্যান্ডেলে ছবি পোস্ট করে নাগা চৈতন্যের বাবা নাগার্জুন লিখেছিলেন, 'আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের ছেলে ও শোভিতা ধূলিপালার বাগদানের অনুষ্ঠান সকাল ৯.৪২ মিনিটে হয়েছে। শোভিতাকে পরিবারের সদস্য হিসেবে পেয়ে আমরা আপ্লুত। নবদম্পতিকে অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ। পুরো জীবন তাঁরা ভালবাসার বন্ধনে একে অপরকে আগলে রাখুক। ভগবান ওদের আশীর্বাদ করুক।'
আরও পড়ুন: অপেক্ষার অবসান, শুরু নাগা-শোভিতার প্রাকবিবাহ অনুষ্ঠান, ফাঁস গায়ে হলুদের ছবি