দিন কয়েক আগেই ধারাবাহিক থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতার জন্যই আপাতত টেলিপর্দা থেকে দূরে গিয়েছেন অভিনেত্রী। মেরুদণ্ডে জটিল সমস্যা। যার জেরে অস্ত্রোপচার অবধি করাতে হলে। কেমন আছেন কনীনিকা এখন?
Advertisment
প্রসঙ্গত, কনীনিকার অসুস্থতার খবর প্রকাশ্যে আসতেই বেজায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন অনুরাগীরা। দিন কয়েক আগেই 'আয় তবে সহচরী' থেকে বিরতি নিয়ে চিকিৎসার জন্য পরিবারের সঙ্গে চেন্নাই ছুটে গিয়েছিলেন। সেখানেই অস্ত্রোপচার হয় সম্প্রতি। এবার অনুরাগীদের কথা ভেবেই তাঁদের আশ্বস্ত করার জন্য সুখবর দিলেন কনীনিকা।
'আয় তবে সহচরী' অভিনেত্রী জানান, "হাসপাতাল থেকে সদ্য বাড়ি ফিরেছেন। অস্ত্রোপচারের ধাক্কা সামলে খানিকটা ভাল আছেন। তবে পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে। ব্যথা সেরে উঠছে।" ১৩ দিনের এই সফর চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছে কনীনিকার। তবে এই কঠিন সময়ে গোটা পরিবার অনুরাগীদের যেভাবে পাশে পেয়েছেন, তার জন্য সকলকে ধন্যবাদ জানান অভিনেত্রী।
স্বামী ও মেয়ের সঙ্গে ছবি শেয়ার করে নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়। অ্যাপোলো হাসপাতালের চিকিৎসক ও কর্মীদেরও ধন্যবাদ জানান অভিনেত্রী। বললেন, "সিদ্ধার্থ ঘোষের মতো ডাক্তার এবং ওঁর স্ত্রী মিত্রাদি যেভাবে এইসময়ে পাশে থেকেছেন, তার জন্য আমি ধন্য। আমার পরিবার-ই আমার শক্তি। মেয়ে কিয়া, আমার স্বামী, বাবা-মা, বোন সকলেই আমার মানসিক শক্তিস্তম্ভ। আর যাঁদের ধন্যবাদ না জানালেই নয়, তাঁরা হলেন আমার অনুরাগীরা। সকলের প্রার্থনায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি।"
উল্লেখ্য, জুলাই মাসের ৩০ তারিখে 'আয় তবে সহচরী' সিরিয়ালের সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করে কনীনিকা লিখেছিলেন, "আগামী বেশ কয়েক দিনের জন্য এই পরিবারকে খুব মিস করব।" খুব শিগগিরি সুস্থ হয়ে যে তিনি কাজে ফিরবেন, তখন সেকথাও জানান কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন