Advertisment
Presenting Partner
Desktop GIF

Rangamati Tirandaj: 'পুরুলিয়ার একজন ট্রেনার আমাকে প্রশিক্ষণ দিয়েছেন', 'রাঙামতি তীরন্দাজ' হয়ে ওঠার গল্প বললেন মনীষা

Manisha Mandal Rangamati Tirandaj: অভিনয়ের খাতিরে অনেক কিছুই রপ্ত করতে হয়। মনীষা মন্ডল ওরফে রাঙামতি প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠবেন তীরন্দাজ। কী ভাবে নিলেন এই প্রশিক্ষণ?

author-image
Kasturi Kundu
New Update
Manisha Mandal Rangamati Tirandaj: অভিনয়ের খাতিরে অনেক কিছুই রপ্ত করতে হয়। মনীষা মন্ডল ওরফে রাঙামতি প্রশিক্ষণ নিয়ে হয়ে উঠবেন তীরন্দাজ। কী ভাবে নিলেন এই প্রশিক্ষণ?

'রাঙামতি তীরন্দাজ' হয়ে ওঠার গল্প বললেন মনীষা

enRangamati Tirandaj Trainning: বাংলা মেগার দর্শক টেলিভিশনের পর্দায় নিত্য-নতুন বিষয় দেখতে সর্বদাই আগ্রহী। সম্প্রতি শুরু হয়েছে নতুন বাংলা ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ। এই চরিত্রে দেখা যাচ্ছে টেলিপাড়ার নতুন মুখ মনীষা মন্ডলকে। পেশায় তিনি একজন মডেল।  'রাঙামতি তীরন্দাজ ', এই ধারাবাহিকের মাধ্যমেই অভিনয় জগতে হাতেখড়ি। একজন মেয়ে জীবিকার প্রয়োজনে হাতে তুলে নেয় তীর ধনুক। এই ধনুকের মাধ্যমেই আত্মরক্ষা করে সে। ধারাবাহিকের গল্পের প্রেক্ষাপটেই এগচ্ছে  'রাঙামতি তীরন্দাজ '-এর গল্প। 

Advertisment

একটা সময় সে বুঝতে পারে তীরন্দাজ হয়েও জীবনের পথে এগিয়ে যাওয়া যায়। স্বপ্নপূরণের লক্ষ্যে শহরে পাড়ি দেয় রাঙামতি। একা পথ চলতে গিয়ে আসে অনেক বাধা-বিপত্তি। তবুও মনোবল কিছুতেই নষ্ট হতে দেয় না সে। কঠিন জার্নিতে পাশে পায় নায়ককে। অব্যর্থ নিশানায় রাঙামতির বাজিমাতের আরও এক নতুন চমক। প্রকাশ্যে এসেছে প্রোমো। যা এই ধারাবাহিকের দর্শকের মনে উৎসাহ তৈরি করেছে। শহুরে ছেলে-মেয়েরা তো আজকাল আর তীর ধনুক চালায় না। প্রত্যান্ত গ্রামে, জঙ্গলে গেলেই এই জিনিস দেখা যায়। 

মনীষাও বাস্তবে একজন মডেল। ধারাবাহিকে নিজের চরিত্রকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে তীর ধনুক চালানোর প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে। বাস্তবের মনীষা হয়ে উঠেছে ছোট পর্দার  'রাঙামতি তীরন্দাজ '। কী ভাবে এই প্রশিক্ষণ নিলেন? প্রোমো মুক্তির পর পরিচিত মহলে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন মনীষা? শ্যুটিংয়ের ফাঁকে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের সঙ্গে কথা বললেন ছোট পর্দার  'রাঙামতি তীরন্দাজ ' ওরফে মনীষা মন্ডল। 

তিনি বলেন, 'যখন আমাদের রেগুলার শ্যুটিং শুরু হয়নি, জাস্ট জানতে পেরেছি আমি সিলেক্টেড তখন থেকেই ট্রেনিং শুরু হয়েছে। আমার জন্য একজন ট্রেনার নিয়োগ করা হয়েছিল। স্টুডিওতেই ট্রেনিং হত। সকালে এসে আগে প্র্যাকটিস করতাম। ওঁর বাড়ি পুরুলিয়াতে। ওনার ছেলে ছেলে পড়ে ক্লাস সেভেন-এ। ও খুব ভাল আর্চার। উনি ছেলেকে এক আত্মীয়ের বাড়িতে রেখে গিয়েছিলেন। আমার প্র্যাকটিসের সময় আসত। কিছু ভুলভ্রান্তি হলে দেখিয়ে দিত। পরে যখন নিয়মিত শ্যুটিং শুরু হল তখন তো আর রোজ ট্রেনিং হত না। তবে আমাকে যে বিষয়গুলো দেখিয়ে দিয়েছিলেন সেগুলো বাড়িতে সময় পেলেই প্র্যাকটিস করি '।

Advertisment

সিরিয়ালের নতুন প্রোমো দেখে পরিচিতমহলে প্রশংসা পাচ্ছেন? উত্তরে মনীষা বলেন, 'ভিএফএক্স, ভিজ্যুয়াল সবটাই এক্সট্রা অর্ডিনারি। বাংলা ধারাবাহিকে সাধারণ এইরকম দেখা যায় না। প্রথম কাজ হিসেবে আমার পরিচিতি মহলে সকলের থেকে প্রশংসা পেয়েছি।' অভিনয় জগতে পা রেখেছেন। সিরিয়ালের প্রথম প্রোমো নিয়ে চর্চাও হয়েছে। ট্রোলকে ভয় পান?

ছোট পর্দার 'রাঙামতি' বলেন, 'ট্রোল আমার মনোবল কখনও ভাঙতে পারে না। ইন্ডাস্ট্রিতে ট্রোলিং হয় সেটা তো জানি। আমার প্রথম কাজ হিসেবে যদি দর্শক ভাল-মন্দ মত প্রকাশ করে সেটা তো মেনে নিতেই হবে। তবে এটুকু বলতে পারি ট্রোলকে ভয় পাই না। বরং এটা ভাবব কেউ পজেটিভ ভাবছে কেউ আবার নেগেটিভ। এটাই তো স্বাভাবিক।' অভিনয়ে আসার আগে মডেলিং করতে। এখন দুদিক ম্যানেজ করতে পারছেন? মনীষা বলেন,  'না এখন তো আর সেভাবে মডেলিং করা হয় না। ওটা আমার প্যাশন ছিল। আমি অভিনয় জগতে এন্ট্রির একটা পথ খুঁজছিলাম। শ্যুটিংয়েই পুরো সময়টা দিই। কারণ এটাই আমার প্রথম পছন্দ '। 

Bengali Serial Bengali serial TRP Bengali Actress
Advertisment