Advertisment

ছমাসেই গল্প শেষ? রূপা গঙ্গোপাধ্যায় ইতি টানতেই বন্ধ হচ্ছে 'মেয়েবেলা'! ক্ষুব্ধ পরিচালক..

'মেয়েবেলা' বন্ধ হওয়ার খবর শুনেই রূপা বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
rupa ganguly, meyebela serial, rupa ganguly left meyebela, meyebela serial star jalsa, meyebela serial will stop telecast, star jalsha serial, মেয়েবেলা, স্টার জলসা, মেয়েবেলা সিরিয়াল, স্টার জলসা সিরিয়াল, ie bangla entertainment news, আজকের বিনোদন, বিনোদনের খবর, latest entertainment news, entertainment news

বন্ধ হচ্ছে মেয়েবেলা?

ধীরে ধীরে দর্শকদের মন জিতে নিয়েছিল এই ধারাবাহিক। তবে, বেশিদিন স্থায়ী হল না সেই যাত্রা। কিছুদিনের মধ্যেই শেষ হতে চলেছে 'মেয়েবেলা'। ডোডো-মৌয়ের যুগলবন্দী অবশ্যই মিস করবেন দর্শকরা। কিন্তু, এই ধারাবাহিক নিয়ে ছিল চরম বিতর্ক। সিরিয়াল থেকে ইতি টেনেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়।

Advertisment

বেশিদিন শুরু হয়নি এই ধারাবাহিক। মাত্র ছয় থেকে সাত মাসের মধ্যেই এই ধারাবাহিককে বন্ধ করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ! নাকি রয়েছে অন্য কারণ? আর পাঁচটা বাঙালি পরিবার এবং মৌয়ের লড়াই নিয়ে জমে উঠেছিল এই সিরিয়াল। তবে, পরিচালকের সমাজমাধ্যমের পোস্ট দেখার পর থেকে আর মন ভাল নেই দর্শকদের। দীর্ঘদিন পর, বেশ অন্যধরনের একটি সিরিয়াল টেলিকাস্ট হচ্ছিল। এবং মন দিয়ে কাজ করছিলেন কলাকুশলীরা। পরিচালক সাহেবই খবরে সিলমোহর দেন যে শেষ হতে চলেছে এই ধারাবাহিক। তিনি লিখলেন..

"অনেকদিন পর একটা ভাল শো পরিচালনা করে বেশ দারুণ লাগছিল। কিন্তু ভাল বোধহয় বেশিদিন টেকে না। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আগে ভাবিনি। যাই হোক, সব ভালর জন্যই হয়। হয়তো একারণেই মানুষ বিরক্ত হয় না। ধন্যবাদ সকলকে।" কানাঘুষো খবর থাকলেও, এবার সোজা জানিয়ে দিলেন পরিচালক যে বেশিদিন আর পর্দায় দেখা যাবে না তাঁদের। শেষ হয়েছে শুটিং।

আরও পড়ুন < ভ্যাকসিন যুদ্ধে নামলেন রাইমা সেন, অভিনেত্রীর হাত ধরলেন ‘বিশ্ববরেণ্য’ পরিচালক >

কিন্তু, হঠাৎ কেন? এত তাড়াতাড়ি? তাহলে কি রূপা গঙ্গোপাধ্যায় সিরিয়াল ছাড়ার পরেই এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ? নতুন বীথি অনুশ্রীকে কি তবে মেনে নিতে পারছেন না দর্শকরা? নাকি ভাল স্টোরি লাইন এবং ডোডো মৌয়ের মধ্যে বিবাদ? প্রশ্ন উঠছে অনেকই। রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি একেবারেই রেগে নেই কর্তৃপক্ষের ওপর। তাঁর চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল বলেই ইতি টেনেছেন তিনি। আর এখন যখন ধারাবাহিকের বন্ধ হওয়ার ঘোষণা, সেই মুহুর্তে তাঁর কী মতামত?

রূপা গঙ্গোপাধ্যায় সংবাদমাধ্যমে জানিয়েছেন, এই বিষয়ে তাঁর কিছু বলার নেই। তিনি ঐ মুহূর্তে যা ভাল মনে করেছেন সেই সিদ্ধান্ত নিয়েছেন। বাকিটা দর্শক বলবেন যে ভাল না খারাপ করেছেন। তবে, শুধু শুটিং শেষ হয়েছে। এখনও বেশকিছুদিন চলবে সম্প্রচার।

tollywood rupa ganguly Entertainment News
Advertisment