করোনা বাড়ছে ক্রমশই! ধীরে ধীরে কাবু হচ্ছেন বহু মানুষ। এবার সেই থাবা পড়েছে টলিউডেও। আর এবার রোগের কবলে অভিনেত্রী মিশমি দাস। করোনা মহামারীতে কাবু সকলের প্রিয় রিনি।
ইন্ডাস্ট্রিতে সাংঘাতিকভাবে জনপ্রিয় মিশমি। কিন্তু করোনায় বেহাল, ভীষণ ভেঙে পড়েছেন। ফেসবুক পোস্টের মাধ্যমেই জানিয়েছেন নিজের অবস্থার কথা। একেতেই শরীরের এরকম হাল, তারসঙ্গে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সচেতনতার সঙ্গেই সাব্ধনতার বার্তা দিলেন। বললেন, "এই রোগটাকে আমরা অত্যন্ত হালকাভাবে নিচ্ছি। কিন্তু কখন যে এই রোগ আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে বুঝতেও পারবেন না।সাবধান হন।"
আরও পড়ুন < বিয়ে করে ফেললেন বনি-কৌশানী! উত্তেজনায় ফুটছেন ফ্যানেরা >
মৃত্যুকে কতটা কাছাকাছি দেখেছেন মিশমি, সেই নিয়েই সরব হলেন। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, টানা ১০৪° জ্বর ছিল। কিছুতেই কমছিল না, শেষে অবস্থা গুরুতর বুঝতেই হাসপাতালে ভর্তি হন তিনি। কোভিড ওয়ার্ডে থাকা মোটেই সহজ নয় এও সাফ জানালেন। অভিনেত্রীর বলেন, "ওই ওয়ার্ড একটা আলাদা জগৎ। যেখানে পরিবার পাশে থাকবে না। কাউকে দেখতে পাবেন না, এমনকি নিজের প্রয়োজনীয় ফোন সেটাও কাছে রাখা যাবে না। আমার পাশের বেডে একজন শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন, তিনিও হার্ট অ্যাটাক করেন। এইসব মিলিয়ে আমি ভীষণ ভয়ে পেয়েছিলাম"।
প্রশংসা করলেন চিকিৎসকদেরও। একজন চিকিৎসক রোগীকে বাঁচাতে কী মরণপণ লড়াই চালান সেই নিয়েও মুখ খুললেন অভিনেত্রী। তবে এখন আগের থেকে অনেকটা ভাল আছেন। স্বাদ গন্ধ যদিও বা ফেরেনি। তবে করোনাকে হারিয়ে এখন বেশ সুস্থ। মিশমির বক্তব্য, ছোট ছোট বিষয়গুলোকে এড়িয়ে যাবেন না। সবকিছু টেকেন ফর গ্র্যান্টেড করে নিলে মুশকিল।