scorecardresearch

মিষ্টি-রেমোর বিয়েতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নববধূকে দিলেন বহুমূল্য উপহার…

সুদীপ্তা-সৌম্যর বিয়েতে না গেলেও মিষ্টির বিয়েতে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী

misty singh wedding, misty singh, misty singh, tollywood wedding, tolly news, মিষ্টি সিং, মিষ্টি সিং এর বিয়ে, cm mamata banerjee, mamata banerjee present at wedding, indian express entertainment news, express entertainment news, entertainment news, বিনোদন, আজকের বিনোদন
মিষ্টির বিয়েতে মুখ্যমন্ত্রী

তৃণমূল নেতা সৌম্য বক্সি এবং সুদীপ্তার বিয়েতে অনুপস্থিত থাকলেও মিষ্টি রেমোর বিয়েতে হাজির হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এই মুহুর্ত যেন ভোলার নয়, তাঁদের বিয়েতে মাননীয়াকে দেখেই যেন আবেগঘন মিষ্টি এবং রেমো।

দীর্ঘ অনেকবছর প্রেম করেছেন। তাঁদের সম্পর্ক ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন। শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর। শুধু তাই নয়, সেখানে উপস্থিত ছিলেন টেলিভিশনের অনেকেই। কিন্তু এতসবের পরেও যিনি আকর্ষণ নিজের দিকে করেছিলেন তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মিষ্টি রেমো আশাও করেন নি যে তিনি যাবেন। দিদির থেকে কী উপহার পেলেন নববধূ?

আরও পড়ুন [ ‘আমার সবকিছুই বড় পছন্দ…’, বিয়ের বিরাট সিক্রেট ফাঁস করলেন প্রিয়াঙ্কা! ]

অভিনেত্রী এক সংবাদমাধ্যমে বলেন, “দিদিকে বিয়ের দিন ঠিক হওয়ার পরই আমি আর রেমো গিয়ে আমন্ত্রণ জানাই। উনি যে আসবেন এটা আমি ভাবিই নি। আমি খুব একটা আশা করি না কোনও কিছুতেই। উনি সবার বিয়েতে যান ও না। আমার বিয়েতে যে এসেছেন এটাই অনেক”। মিষ্টির সাজ খুঁটিয়ে দেখেন মুখ্যমন্ত্রী, প্রশংসাও করেন দারুণ সুন্দর লাগছে বলে। কিন্তু উপহার কী পেলেন তিনি?

মিষ্টির কথায়, মুখ্যমন্ত্রীর থেকে একটি সুন্দর সোনার নেকলেস উপহার পেয়েছেন তিনি। শুধু সুযোগের অভাবে এখনও পড়া হয় নি। বাড়িতে এত লোক, যে সব উপহার খুলে দেখাও হয় নি। তবে, দিদির উপস্থিতি তাঁদের বিয়েতে আলাদাই মাত্রা এনে দিয়েছে একথা সাফ জানিয়েছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Misty singh wedding gifted a gold necklace by cm mamata banerjee