ভাসুর সোমের সঙ্গে মিঠাইয়ের অফস্ক্রিন রসায়ন দেখে অনেকেই কিন্তু-কিন্তু করছিলেন! ইন্ডাস্ট্রির অন্দরে তো এমন খবরও চাউর হয়ে গিয়েছিল যে, সৌমিতৃষ্ণা এবং ধ্রব একে-অপরের সঙ্গে প্রেম করছেন! যদিও সে কথাকে দুই টেলিতারকার কেউই খুব একটা আমল দেননি। তবে তাঁদের ডান্স পারফরম্যান্স দেখার জন্য একেবারে টিটিপক্ষীর মতো গালে হাত দিয়ে অপেক্ষা করছিলেন অনুরাগীরা। এবার তার অবসান।
পর্দার ভ্রাতৃবধূ মিঠাইয়ের সঙ্গে দুর্ধর্ষ ফর্মে ফিরলেন ভাসুর সোম। ধ্রুব, সৌমিতৃষ্ণা দুজনেই দুর্ধর্ষ ডান্সার। ট্রেন্ডিং গানে দুজনেই পা মিলিয়েছে বহুবার। এবার শাহরুখ খানের পাঠান সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানে তাঁদের পারফরম্যান্স দেখে উন্মাদনায় ফুটছেন ভক্তরা।
শাহরুখ-দীপিকার মতোই একেবারে হুবহু নাচ করলেন সৌমিতৃষ্ণা, ধ্রব। এই ডান্স রিল শেয়ার করেছেন নিজেরাই। যা দেখে ফিদা দর্শকরা। কেউ বলছেন, কতদিন ধরে অপেক্ষা করছিলাম তোমাদের দুজনের নাচ দেখার জন্য। কারও বা আবার মন্তব্য, এতদিন তো মহাদেবের জন্য পার্বতীও তপস্য করেননি! যতদিন আমাদের অপেক্ষা করতে হল।.. এককথায়, মিঠাই-সোমের এই ডান্স রিল এখন ভাইরাল নেটদুনিয়ায়।
[আরও পড়ুন: মালাবদলে নাচ-খুনসুঁটি, ঠোঁটে-ঠোঁট! সূর্যগড়ে রূপকথার বিয়ে ‘হির-রাঞ্ঝা’ সিদ্ধার্থ-কিয়ারার]
উল্লেখ্য, একসময়ে টিআরপি রেটিংয়ে শীর্ষে থাকা সিরিয়ালের গ্রাফ এখন নিম্নগামী। গল্পের কোনও টুইস্ট-ই দর্শক ফেরাতে অক্ষম! অতঃপর সিরিয়াল-অনুরাগীদের টানতে ধারাবাহিকের তারকাদের এমন টুইস্ট যে জবরদস্ত ঝটকা দেবে, অনেকেই মনে করছেন এমনটা।
প্রসঙ্গত, মিঠাই সিরিয়াল থেকে বিরতি নিয়ে ধ্রুব এতদিন ব্যস্ত ছিলেন পিলুতে। তবে পিলু শেষ হতেই মোদক পরিবারে প্রত্যাবর্তন ঘটেছে সোমের। তারপর থেকেইন মিঠাইয়ের সঙ্গে সোমের নাচ দেখার জন্য অপেক্ষা করছিলেন অনুরাগীরা। শেষমেশ তার অবসান।