scorecardresearch

শুটিং ফ্লোরে আচমকাই অসুস্থ ‘মন দিতে চাই’ অভিনেত্রী! ছুটলেন হাসপাতালে

এখন কেমন আছেন অভিনেত্রী?

tollywood, tolly world, tolly news, tolly world story, tolly actress got ill,
অসুস্থ টেলিপাড়ার অভিনেত্রী…

শুটিং ফ্লোরেই গুরুতর বিপদ, অসুস্থ হয়ে পড়লেন মন দিতে চাই এর দোয়েল অর্থাৎ শ্রীতমা মিত্র। হঠাৎ করে এমন বিপত্তি, এখন কেমন আছেন অভিনেত্রী?

মন দিতে চাই ধারাবাহিকে বর্তমানে অভিনয় করছেন তিনি। শুধু তাই নয়, দোয়েল চরিত্রের মাধ্যমে বেশ নজর কেড়েছেন। কিন্তু হঠাৎ কী হল শুটিং ফ্লোরে? প্রসঙ্গে সহ অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, বদ্ধ জায়গায় থাকতে তাঁর বেশ অসুবিধা হয়, এককথায় সে ক্লস্টফোবিক। সেই কারণেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কিন্তু এখন তাঁর খবর কি?

আরও পড়ুন [ ‘কুন্তলের টাকায় সিনেমা? তদন্ত করুক ED, CBI’, দুর্নীতি নিয়ে বিস্ফোরক টলিউড প্রযোজক ]

ঋত্বিক জানিয়েছেন, এখন সম্পূর্ন সুস্থ শ্রীতমা। ভাল আছেন। হাসপাতালে নানান পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এছাড়াও খাওয়াদাওয়া করে না। সবরকম ভাবনা চিন্তাও বেশি করে। সেই সব মিলিয়েই এই বিপদ, তবে এখন সুস্থ আছেন এমনকি শুটিংও করছেন। ফ্লোরে বেশ প্রানবন্ত শ্রীতমা। মাঝেমধ্যেই নিজের সহকর্মীদের সঙ্গে ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, এর আগেও জি বাংলার উমা ধারাবাহিকে তাকে দেখা গেছে। টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ শ্রীতমা। তাঁর অসুস্থতায় রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন সকলেই। তবে, এখন অনেকটাই নিশ্চিন্ত সহকর্মী থেকে ফ্লোরের সকলে। আবারও শুটিংয়ে মন দিয়েছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Mon dite chai actress shiratama mitra got ill during shoot