Advertisment

'কুন্তলের টাকায় সিনেমা? তদন্ত করুক ED, CBI', দুর্নীতি নিয়ে বিস্ফোরক টলিউড প্রযোজক

টলিউডে SSC দুর্নীতি? চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জনপ্রিয় প্রযোজক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Tollywood Producer, Rana Sarkar, ED, CBI, SSC Scam, Bengal SSC scam, Kuntal Ghosh, Haimanti Gagnguly, tollywood SSC scam, tollywood news, টলিউড প্রযোজক, রানা সরকার, কুন্তল ঘোষ, হৈমন্তী গঙ্গোপাধ্যায়, SSC দুর্নীতি, টলিউডে SSC দুর্নীতি, শিক্ষাদুর্নীতি, টলিউডের খবর

কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নিয়ে কোন প্রযোজকের বিরুদ্ধে সিনেমা বানানোর অভিযোগ?

রাজ্যের শিক্ষাঙ্গনে আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত কুন্তল ঘোষের টাকায় সিনেমা প্রযোজনা করতেন! তাহলে কি সত্যিই SSC দুর্নীতির টাকা যেত টলিউডে? মারাত্মক অভিযোগ উঠল বাংলার সিনেপাড়ারই এক জনপ্রিয় প্রযোজকের বিরুদ্ধে। টলিউডের অন্দরমহলেই নাকি চাউর হচ্ছে এমন বিস্ফোরক সব তথ্য!

Advertisment

শেষমেশ বিপাকে পড়ে মুখ খুলতে বাধ্য হলেন ওই প্রযোজক। ইন্ডাস্ট্রির তারকাদের মাঝেমধ্যেই কাটাছেঁড়া করে থাকেন তিনি। দিন কয়েক আগেই অনির্বাণ ভট্টাচার্যকে মারাত্মক আক্রমণ করেছিলেন ফেসবুকে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে রাহুল সরকার কারও বিরুদ্ধে সমালোচনা করতেই পিছপা হন রানা সরকার। এবার তাঁর বিরুদ্ধেই কিনা ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন যে, তিনি শিক্ষাদুর্নীতির টাকায় সিনেমা বানান!

রাজ্যের শাসকদল ঘেঁষা বলেই হয়তো প্রযোজকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। রানার কথায়, "শুনলাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে গুজব, আমি নাকি কুন্তল ঘোষের টাকা নিয়ে সিনেমা বানাই। তাই আমি এখন আর কোনও সিনেমা বানাতে পারব না।। ED, CBI তদন্তকারীদের অনুরোধ করছি যে, আমি কার টাকা নিয়ে সিনেমা বানাই সেটা নিয়ে তদন্ত করুন।"

<আরও পড়ুন: আধখানা হয়ে ঝুলছে আঙুল! রক্তারক্তি কাণ্ড, হাসপাতালে অরুণিমা ঘোষ>

এখানেই অবশ্য থামেননি রানা! এও যোগ করেন যে, "সবাই সবাইকে চিটিংবাজ- ফ্রড ভাবে। তাই স্বত্বঃপ্রনোদিতভাবে আমি এই তদন্তের মুখোমুখি হতে চাই। সঙ্গে আমি যা জানি সব জানাতে চাই তদন্তকারীদের। আসুন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাক..।" প্রযোজকের এমন কথা শুনে অবশ্য রানা সরকারকে পাল্টা বিঁধেছেন নেটপাড়ার একাংশ। তাঁদের কথায়, "কী দাদা, সেমসাইড গোল হয়ে গেল না..!"

প্রসঙ্গত, SSC দুর্নীতিতে অর্পিতা চট্টোপাধ্যায় থেকে শুরু করে শাহিদ ইমাম, হৈমন্তী গঙ্গোপাধ্যায়দের মতো অনেকের নাম উঠে এসেছে, যারা সিনেইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এমনকী অনেকের সঙ্গেই চেনা-জানা রয়েছে।

WB SSC Scam Kuntal Ghosh tollywood kolkata news tollywood news Rana Sarkar bengali films Entertainment News
Advertisment