কলকাতার 'কলির কেষ্ট' নীল! অভিনেতার ভিডিও দেখে কাঁপন নেটপাড়ায়, দেখুন

জামাই ষষ্ঠীর পরেই জন্মদিন! খুশি যেন ধরছে না আর

জামাই ষষ্ঠীর পরেই জন্মদিন! খুশি যেন ধরছে না আর

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

জন্মদিনের আনন্দে নেচে কাঁপালেন নীল

হর কলকাতার নতুন কলির কেষ্ট কে জানেন? ইনস্টাগ্রামে নিজের কুল আমেজে ধরা দিলেন অভিনেতা নীল ভট্টাচার্য। শুধু তাই নয়, জামাই ষষ্ঠীর পরেই এক সপ্তাহ ধরে জন্মদিনের আনন্দে মজেছেন অভিনেতা।

Advertisment

ইনস্টাগ্রামে ভুল ভুলাইয়া গানে কোমর দোলালেন নীল (Neel Bhattacharya)। পরনে গোলাপী পোশাক, নেচে-কুঁদে অস্থির অভিনেতা। শেয়ার করে লিখলেন বিরক্তিকর সোমবার, তবে ভুলে গেলে চলবে না এটা আমার বার্থডে সপ্তাহ। তাই উত্তেজনা আলবাত থাকবে। সঙ্গে বেশ কয়েকটি ইমোজিও জুড়েছেন অভিনেতা। শহর জুড়ে শুধুই পার্টি হবে।

Advertisment

সবেমাত্র শেষ হয়েছে জামাই ষষ্ঠীর ভাইব তার মধ্যেই অভিনেতা মজেছেন জন্মদিনের আনন্দে। খোশমেজাজে নেচে চলেছেন নীল। এবং তার পোস্ট জুড়ে শুধুই ভক্তদের উচ্ছ্বাস! টলিউডের বন্ধু সায়ক জানালেন অঢেল ভালবাসা। কেউ আবার বলেই বসলেন, আপনার তো রঙিন জীবন। আবার কেউ বক্তব্য রাখলেন তোমার জন্মদিনের জন্য অপেক্ষা করছি।

আরও পড়ুন < পকেটে টাকা নেই, ঢেঁড়স খেয়েই থাকতে হবে! প্রেমিকাকে এ কী বললেন ইন্দ্রনীল? >

প্রসঙ্গত, বেশ কিছুদিন আগেই সিরিয়ালের প্লটের কারণে খোরাকের শিকার হয়েছিলেন নীল। বাংলা ধারাবাহিকের গাঁজাখুরি প্লট নিয়েও নানা শোরগোল হয়। সদ্য জামাই ষষ্ঠী কাটিয়ে এখন, নিজের উচ্ছ্বাসে ফিরেছেন তিনি।

Bengali Television Neel Bhattacharya Zee Bangla