scorecardresearch

দীর্ঘসময়ের বিরতি, আবারও নতুন ধারাবাহিকে ফিরছেন ‘জবা’ পল্লবী শর্মা?

কোন চ্যানেলে আসতে চলেছে ধারাবাহিক?

pallavi sharma back to television in anew role
জবা ফিরছেন টেলিভিশনে?

বছরের পর বছর ধারাবাহিকে, জবা নাম শুনলেই দর্শকদেরমধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। কেউ জবাকে নিদারুণ সাপোর্ট করতেন, আবার কেউ কেউ হেসে কুল পেতেন না। এখনও নানা ধারাবাহিকের সঙ্গে কে আপন কে পরের জবাকে তুলনা করা হয়। নানান ভয়ানক কাজকর্ম হোক অথবা এমন কিছু যেটা অসম্ভব – সবেতেই জবা পারদর্শী।

জবা অর্থাৎ অভিনেত্রী পল্লবী শর্মাকে মিস করেন অনেকেই। তাঁর কারণ অবশ্য বলা যেতে পারে, জবার ছোটকর্তাকে নতুন সিরিয়ালে দেখা যাচ্ছে। যেখানে পল্লবী প্রায় দেড় বছর টেলিভিশনের পর্দায় নেই। তবে অপেক্ষার অবসান। জবার অনুরগীদের মুখে হাসি ফোটার সময়। শীঘ্রই তাকে দেখা যাবে নতুন ধারাবাহিকে। ছোটপর্দায় আবারও ফিরছেন তিনি। জি বাংলায় আসতে পারে এই সিরিয়াল।

আরও পড়ুন [ বক্স অফিসে বিস্ফোরণ, ‘কাশ্মীর ফাইলস’কে টেক্কা দেবে ‘ব্রহ্মাস্ত্র’? ]

পুজোর পরেই নতুন ধারাবাহিকে, ফিরছেন জবা ওরফে পল্লবী শর্মা! এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। সংবাদমাধ্যম সুত্রে খবর, কেবলমাত্র প্রথম পর্যায়ের কথাবার্তা হয়েছে। তবে সব ঠিক থাকলে পুজোর পর হবে লুক টেস্ট। কার সঙ্গে জুটি বাঁধছেন তিনি? কানাঘুষো খবর, জুটি বাঁধার সম্ভাবনা রুবেল দাসের সঙ্গে। যদিও এই নিয়ে এখনও অভিনেত্রী নিজে কিছু জানান নি।

জবার অসাধ্য সাধনকে ঘিরে নানা গল্প রয়েছে। কখনও বম্ব ডিফিউজ আবার কখনও অপরাধীকে নিজের হাতে শাস্তি দেওয়া। দর্শকরা এমনও বলতেন, যা কেউ পারে না, সেটা জবা করতে পারে। তবে বাংলা ধারাবাহিকে এবার একেবারে ভিন্ন কিছু করতে চান, সেই কথা আগেই জানিয়েছিলেন তিনি। এখন অভিনেত্রী নিজে কখন নতুন ধারাবাহিক নিয়ে মুখ খোলেন, সেটাই দেখার।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Pallavi sharma back to television in anew role