টলিপাড়ায় বিবাহ বিচ্ছেদ কিছু নতুন ঘটনা নয়। আবার, দ্বিতীয়বারের মত বিয়ের পিঁড়িতে বসার ঘটনাও নতুন নয়। তবে, হঠাৎ করেই দুই তারকা দম্পতির মধ্যে বিবাহ বিচ্ছেদের গুঞ্জন শুনলে বাঁকা চোখে দেখেন অনেকেই। কিছু আগে নীল তৃণা, এবার নাকি রাহুল প্রীতি!
রাহুল মজুমদার এবং প্রীতি বিশ্বাস, সাধের সংসারে বেজায় খুশি দুজনে। প্রায় বছর দুয়েক আগে তারা গাঁটছড়া বেধেছিলেন পরিবার এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে। তাঁদের সংসারে নাকি ভাঙন ধরেছে? সবসময়ই সুখী দম্পতি হিসেবে প্রকাশ্যে ধরা দেন তারা। সোশ্যাল মিডিয়ায় ছবিও আপলোড করেন। কিন্তু ঘরের অন্দরে কি তবে সত্যিই অন্য গল্প? কী বলছেন অভিনেতা রাহুল?
আরও পড়ুন [ মঞ্চে পুরস্কার নিতে গিয়ে হার্ট অ্যাটক! মুহূর্তের মধ্যে ‘মৃত্যু’ শাহরুখ-সইফের সহ-অভিনেতার ]
এক সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, একেবারেই ঘটনা সত্যি নয়। তাঁর কারণ, বর্তমানে সেলিব্রিটি ক্রিকেট লিগের প্রাকটিসে রায়পুরে রয়েছেন তিনি। আনন্দের খবর, প্রীতিও রয়েছেন তাঁর সঙ্গে। সম্পূর্ন বিষয়কেই ভুয়ো বলে দাবি করেছেন রাহুল। তাঁর কথায়, “কোনও সমস্যা থাকলে কি প্রীতি আসত আমার সঙ্গে”? উল্লেখ্য, দুজনেই স্টার জলসার ধারাবাহিকে কাজ করছেন। প্রীতিকে দেখা যাচ্ছে বালিঝড় সিরিয়ালে, অন্যদিকে হরোগৌরী পাইস হোটেলের মূল চরিত্রে রয়েছেন রাহুল মজুমদার।
সোশ্যাল মিডিয়ায় বিরাট সক্রিয় প্রীতি। নিজের ইউটিউব অথবা ফেসবুক মাধ্যমেও ভিডিও আপলোড করে থাকেন মাঝেমধ্যেই। তবে, টলিপাড়ায় ডিভোর্স নিয়ে মাঝেমধ্যেই হইচই। সেই নজরে ছিলেন নীল তৃণাও। বিরক্ত হয়েই একসময় অভিনেত্রী জানিয়েছিলেন, সংসার করছি আমি কিন্তু সমস্যা অন্যদের।