Advertisment
Presenting Partner
Desktop GIF

'টাকা আর টাকা…', হাতে পয়সা পেয়েই মুখ্যমন্ত্রীর কথা মেনে চলছেন রোহন?

টাকার ওপর টাকা... রোহন এখন কোথায়?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
রোহণ ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, rohan bhattacharya, mamata banerjee, rohan follow cm footsteps, mamata banerjee dialogues, টলিউড, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news

মুখ্যমন্ত্রীর কথা শুনছেন রোহন?

নতুন ছবি সাইন করেছেন সদ্যই। তারমধ্যে এত টাকা? কোটি কোটি টাকার মালিক অভিনেতা রোহন ভট্টাচার্য! এতই টাকা পয়সার মালিক, যে মুখ্যমন্ত্রীর বলা প্রতিটা কথা মাথায় রেখেছে সে?

Advertisment

শুধু টাকা আর টাকা। টেবিলে সাজানো থরে থরে খাবার। পাহাড় ঘেরা একটি হোটেলে বসেই দামী দামী সব খাবার খাচ্ছেন রোহন আর সঙ্গে মনে করছেন মমতা বন্দোপাধ্যায়ের কথা। আগে টাকা ছিল না, এখন টাকা হয়েছে বলেই এত দেমাগ। অভিনেতা কি তবে বড়োলোকের জীবন যাপন করছেন? ভিডিওর সঙ্গে তিনি জুড়েছেন সেই বক্তব্য। মমতা বন্দোপাধ্যায়ের সেই বক্তব্য, আগে একটা বিড়ি তিনবার টানত, আর এখন কোটি কোটি টাকার মালিক।

আরও পড়ুন < শুটিং করতে গিয়েই পায়ে জোরালো চোট রুবেলের! ভয়ঙ্কর চিন্তিত প্রেমিকা শ্বেতা >

ভিডিওর সঙ্গে রোহন লিখলেন, টাকা আর টাকা। সদ্যই নতুন ছবি সাইন করেছেন। তাঁর মধ্যেই জলের ফোয়ারার মত টাকা ওড়াচ্ছেন তিনি। এদিকে, অভিনেতার এহেন কাণ্ডে হেসে খুন তাঁর ভক্তরা। কেউ বললেন, দিদির কথা শুনে চলুন। আবার অভিনেতা অর্পণ ঘোষাল পুরনো দিনের কথা শুনিয়ে বললেন, তুমি আরশোলা সরিয়ে ঘুগনি মুড়ি খেতে মনে পড়ে?

টেলিভিশনে বেশ জনপ্রিয় নাম তিনি। একচেটিয়া কাজ করেছেন। কিছুদিন আগেই শেষ হওয়া রিয়ালিটি শো তে ভাসান বাপি হিসেবে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন তিনি। কানাঘুষো খবর তিনি নাকি ধারাবাহিকে ফিরছেন। আবার কারওর কথায় ওয়েব সিরিজ সাইন করেছেন তিনি।

tollywood Mamata Banerjee Entertainment News
Advertisment