অভিনয় ছাড়লেন জনপ্রিয় টেলি-অভিনেত্রী। মুম্বাইয়ে অভিনয় জীবন ত্যাগ করে তিনি পাড়ি দিয়েছেন ভগবানের উদ্দেশ্যে। প্রসঙ্গে নূপুর অলঙ্কার। মুম্বাইয়ের এই অভিনেত্রী সংসার ধর্ম ত্যাগ করে কোথায় চললেন?
অভিনেত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে সন্ন্যাস নিয়েছেন তিনি। সর্বদা আধ্যাত্মবোধের দিকে বিরাট ঝোঁক তাঁর। কিন্তু এইদিকে সম্পূর্ণ ভাবে এগোনর আগে অনেক কিছু ভাবনা চিন্তা করার দরকার ছিল। আপাতত হিমালয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
আরও পড়ুন [ মুখোশের ভিড়ে চেনা যায় ‘কাছের মানুষ’, প্রকাশ্যে দেবের নতুন ছবির পোস্টার ]
গেরুয়া বসনে হিমালয়ে রওনা দিয়েছেন তিনি। গন্তব্য নানান তীর্থস্থান। যদিও এই সমস্ত ঘটনাকে বড় পদক্ষেপ হিসেবে চিহ্নিত করেছেন তিনি। তীর্থ করবেন বলেই মুম্বাইয়ের ফ্ল্যাটটিকে ভাড়া পর্যন্ত দিয়েছেন। কিন্তু কেন এই সিদ্ধান্ত? অভিনেত্রী বলেন, অনেকেই হয়তো বলবে আমি আবেগগত ভাবে বিধ্বস্ত ছিলাম, কিংবা ক্লান্ত ছিলাম। তবে এটা একেবারেই সত্যি না। আমায় লকডাউন বাধ্য করেছিল নিজেকে বিচ্ছিন্ন হতে।
তবে স্বামী অলঙ্কার শ্রীবাস্তবের সম্পূর্ণ সাপোর্ট পেয়েছেন তিনি। ধর্মীয় দিকে এগিয়ে যেতে একেবারেই তাঁকে বাঁধা দেননি অলঙ্কার বাবু। বর্তমানে তাঁরা দুজনেই বিচ্ছেদের পর্বে রয়েছেন।