আন্দামানে গুরুতর বিপদে শ্রীমা, এখন কেমন আছেন অভিনেত্রী?

এখন কেমন আছেন গাঁটছড়ার দ্যুতি?

এখন কেমন আছেন গাঁটছড়ার দ্যুতি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Shreema Bhattacharyya injured during her travel in Andaman

আন্দামানে শ্রীমা

ঘুরতে গিয়েই মহা বিপদের সম্মুখীন গাঁটছড়া ধারাবাহিকের দ্যুতি। যদিও টেলি পাড়ায় তিনি জনপ্রিয় অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য। বছর শেষে তিনি ঘুরতে গিয়েছিলেন আন্দামানে, সেখানেই অঘটন ঘটিয়ে ফেললেন অভিনেত্রী।

Advertisment

আন্দামানে যাওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা ছবি শেয়ার করেছেন তিনি। কিন্তু এই ছুটির আমেজে ভয়ঙ্কর ঘটনা ঘটিয়েছেন তিনি। সূত্রের খবর এখানেই দুর্ঘটনার কবলে নায়িকা। স্কুটি চালাতে গিয়েই পায়ে চোট লেগেছে তাঁর। খুব বেশি ক্ষয়ক্ষতি না হলেও হালকা ব্যথা রয়েছে পায়ে।

আরও পড়ুন < দেবকে রাত ১২টায় ফোন মিঠুনের ছেলে নমাশির! ‘প্রজাপতি’ ইস্যুতে বললেন বড়সড় কথা.. >

ফিরেছেন শুটিং ফ্লোরে। এখন চুটিয়ে অভিনয় করছেন। এমনিতেও এই ধারাবাহিকের সুবাদে শুধু নায়িকা নয় বরং খলনায়িকার তকমা জুটেছে তাঁর। তাই, তিনি না থাকলে সিরিয়াল ঠিক জমজমাট হচ্ছে না। এখন শুধুই খড়ি অর্থাৎ ইশার প্রতিশোধ নেওয়ার পালা। তাই, শুটিং ফ্লোর থেকে বেশিদিন দূরে থাকা সম্ভব নয়।

Advertisment

আন্দামানে বিকিনি পরে ঝড় তুলেছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় আগুন তুলেছিলেন। নতুন বছরের শুরুতে সেখানেই ছিলেন। যদিও সেই রেশ এখনও চলছে। ছুটির আমেজ কাটিয়ে ওঠাও যে মুশকিল। তবে, এখন একেবারেই সুস্থ আছেন তিনি।

Bengali Actress Entertainment News