মা হওয়া নিতান্তই সহজ নয়। সে যেই পেশাতেই যুক্ত থাকুন না কেন, মায়ের ভূমিকা বিরাট! অভিনেত্রী বলে কি মায়ের ভূমিকা কম, বরং জীবনের অর্থ পাল্টে গিয়েছে এখন! তেমন কথা শোনালেন স্নেহা এবং বাসবদত্তা।
Advertisment
তাঁদের নতুন ধারাবাহিক 'কার কাছে কই মনের কথা'.. সেই নিয়েই হাজির হন 'দিদি নম্বর ওয়ানে'র মঞ্চে। সেখানেই স্নেহাকে বলতে শোনা যায়, বাস্তব জীবনের কিছু কথা। ধারাবাহিকে বিবাহিত মেয়েদের গল্প শোনানো হবে। প্রত্যেকেই নিজের জীবনে বিবাহিত। বাস্তবের কথা বলতে গিয়েই স্নেহা এবং বাসবকে দেখে রীতিমতো ভয়ে মানালি। স্নেহা বললেন...
"পাঁচটা মেয়ে দঙ্গল বেঁধে যখন বসে, তখন যে কি ধরনের গল্প হয়। আর বিবাহিত মেয়েদের ক্ষেত্রে তো আরও আলাদা"। কিন্তু এখন, বদল এসেছ অনেকটাই। বাস্তবে সন্তানের মা বাসবদত্তা এবং স্নেহা। তাদের গল্পের ঝুলি খোলেই ছেলেমেয়েদের নিয়ে। আর এই কথা শুনে নাকি ভয় পেয়ে যাচ্ছেন মূল অভিনেত্রী মানালি। স্নেহা আরও বলেন..
"এখন যখন আমাদের ছানা হয়ে গিয়েছে, আমি আর বাসব কথাই বলি ছেলেমেয়েকে নিয়ে। ওরা ঠিক করে ঘুমোচ্ছে না খাচ্ছে, আমাদের কী কষ্ট এসব নিয়ে"। তারপরই বাসব বলেন, "একথা শুনে মানালি ভয় পেয়ে যাচ্ছে।" সম্মতি জানান অভিনেত্রী। বলেন, "আমি তো ভাবছি আর বলো না এসব আমার সামনে।" তারপর আর হাসি ধরে কে? মা হওয়া এতই সোজা? অভিনেত্রীদের কথায় মিলল চড়ম দায়িত্বের সুর। আপাতত, ব্যস্ত নতুন ধারাবাহিক নিয়ে।