scorecardresearch

‘এবার বিদায় বলার পালা’, ঈদের দিনেই ভক্তদের দুঃসংবাদ শোনালেন শোলাঙ্কি

অভিনেত্রীর কথায় মন ভেঙেছে ভক্তদের

solanki roy, solanki roy left gatchara, gatchara serial, serial star jalsha
একবছরের যাত্রা শেষ অভিনেত্রীর?

TRP তালিকায় ওঠানামা লেগেই আছে এই ধারাবাহিকের। বেশকিছুদিন ধরে শোনা যাচ্ছে, বন্ধ হতে চলেছে গাঁটছড়া। কিন্তু, যেটা আশঙ্কা ছিল ঘটল কিছুটা উল্টো। ধারাবাহিক বন্ধের খবর না থাকলেও এই সিরিয়ালের মুখ্য চরিত্রই সরে গেলেন নিজের জায়গা থেকে।

দীর্ঘদিন ধরে চলছে এই সিরিয়াল। খড়ি ঋদ্ধির প্রেম একসময় সকলের মনজয় করলেও এখন গল্প কিছুটা অন্য। বরং বলাই উচিত, এখন টুইস্ট এবং টার্নও দর্শকদের মনোরঞ্জন করতে পারছে না। সেই কারণেই কি এই সিদ্ধান্ত নিলেন খড়ি অর্থাৎ শোলাঙ্কি? সোশ্যাল মিডিয়ায় ঈদের দিন এই দুসংবাদ জানিয়েছেন তিনি। কী লিখলেন তিনি?

সবকিছুই একদিন পুরনো হয়, নতুন শুরুর সেক্ষেত্রে খুব প্রয়োজন। এমনিও নানা কাজে ব্যস্ত থাকেন শোলাঙ্কি। ধারাবাহিক থেকেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন। লিখলেন, “সবকিছুতেই একটা পরিবর্তন দরকার। একবছরের যাত্রা এখানেই শেষ। এই মুহূর্তে আনন্দও হচ্ছে আবার দুঃখও হচ্ছে। একসঙ্গে এমন অনুভূতি খুব বিরল। বেশ কিছু ভাল বন্ধু পেয়েছি। আবার কেউ কেউ ছেড়েও চলে গেছে। কেউ কেউ পরিবারের মত হয়ে গেছে। কিন্তু এই রাস্তা বেশ সুন্দর ছিল। আমি বিদায় জানিয়ে দিলাম। এটাই সঠিক সময়, নতুনকে স্বাগত জানানোর”।

আরও পড়ুন [ সালাম-নমস্কারে ঈদের শুভেচ্ছা, প্রখর রোদেও মন্নতের বারান্দায় ভালবাসার টানে শাহরুখ ]

তিনি একথা সাফ জানিয়ে দিলেন যে আর খড়ি হিসেবে তাঁকে দেখা যাবে না। মাঝেই খড়ির মৃত্যুতে অনেকেই ভেবে নিয়েছিলেন, তখনই হয়ত শো ছেড়ে দেবেন অভিনেত্রী, কিন্তু তখন না হলেও এখন কিন্তু সেই কাজ করে ফেলেছেন। যদিও, সূত্রের খবর এই শো বন্ধ হওয়ার এখনই কোনও গল্প নেই। বরং ধারাবাহিক এখনও বেশ কিছুদিন চলবে।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Solanki roy bid adeo to serial gatchora