Advertisment
Presenting Partner
Desktop GIF

Sreemoyee baby bump : 'মা হওয়ার আনন্দ অতুলনীয়', রেট্রো লুকে মেটারনিটি ফটোশ্যুটে অনবদ্য শ্রীময়ী

Sreemoyee maternity Shoot : সাদা-কালো আবহে বেবি বাম্পের প্রথম ফটোশ্যুট। বলিউডি স্টাইলে বেবি বাম্পে হাত রেখে অনবদ্য ফটোশ্যুট শ্রীময়ীর। ছবি পোস্ট করে মনের কথা লিখলেন কাঞ্চন পত্নী।

author-image
Kasturi Kundu
আপডেট করা হয়েছে
New Update
মেটারনিটি ফটোশ্যুটে রেট্রো লুকে অনবদ্য শ্রীময়ী

মেটারনিটি ফটোশ্যুটে রেট্রো লুকে অনবদ্য শ্রীময়ী

Sreemoyee Chattoraj Baby Bump Shoot :  ২ নভেম্বর কাঞ্চন-শ্রীময়ীর জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান কৃষভি। ঘরে লক্ষ্মীর আগমনে খুশির হাওয়া মল্লিক পরিবারে।  মেয়েকে নিয়ে নতুন জীবন দারুণ উপভোগ করছেন নিউলি মাম্মি শ্রীময়ী চট্টরাজ মল্লিক। ছোট্ট কৃষভির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টে কড়া নিষেধাজ্ঞা কাঞ্চনের! মেয়ের কোনও ছবি তো এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারছেন না শ্রীময়ী। তবে বেবি বাম্পের ফটোশ্যুটের ছবি অবশেষে সকলের সঙ্গে ভাগ করে নিলেন শ্রীময়ী। সাদা-কালো আবহে বলিউডি স্টাইলে মেটারনিটি ফটোস্যুটে মাত দিলেন কাঞ্চন ঘরণী। সাদা কাপড় জড়ানো, দু-দিকে বিনুনি বাঁধা এই রকম রেট্রো লুকে শ্রময়ীকে আগে কখনও কেউ দেখেনি। 

Advertisment

মেটারনিটি ফটোশ্যুটের ছবি পোস্ট করে মনের আবেগ শেয়ার করলেন শ্রীময়ী। সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আমি জীবনে অনেক কিছুর জন্য গর্বিত। তবে মা হওয়ার আনন্দ সব কিছুকে ছাপিয়ে গেল। এটার সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা হয় না।' কমেন্ট বক্সে ভালোবাসা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন শুভাকাঙ্খীরা। দিন কয়েক আগে সাধের ছবিও শেয়ার করেছিলেন শ্রীময়ী। শাড়ি-গয়নায় একেবারে সুসজ্জিত। সাবেক সাজে শ্রীময়ীর সেই লুকের সঙ্গে ফটোশ্যুটের লুকের আকাশ-পাতাল তফাৎ, তা বলাইবাহুল্য। 

প্রসঙ্গত, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই হাল ফ্যাশনের মেটারনিটি ফটোশ্যুটে গা ভাসান। সেই ট্রেন্ড থেকে নিজেকে মোটেই সরিয়ে রাখেননি শ্রীময়ী। অল্প বয়সেই মা হওয়ার সব দায়িত্ব পালন করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে শ্রীময়ী বলেছিলেন, 'এটা আনপ্ল্যানড প্রেগন্যান্সি নয়। আমি সম্পর্কের শুরু থেকেই কাঞ্চনকে বলেছিলাম মা হতে চাই। একসঙ্গে তো আমরা অনেক সময় কাটিয়েছি। এবার তিনজনে মিলে সময় কাটাব'।

প্রসঙ্গত, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই হাল ফ্যাশনের মেটারনিটি ফটোশ্যুটে গা ভাসান। সেই ট্রেন্ড থেকে নিজেকে মোটেই সরিয়ে রাখেননি শ্রীময়ী। অল্প বয়সেই মা হওয়ার সব দায়িত্ব পালন করছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনকে শ্রীময়ী বলেছিলেন, 'এটা আনপ্ল্যানড প্রেগন্যান্সি নয়। আমি সম্পর্কের শুরু থেকেই কাঞ্চনকে বলেছিলাম মা হতে চাই। একসঙ্গে তো আমরা অনেক সময় কাটিয়েছি। এবার তিনজনে মিলে সময় কাটাব'।

Bengali Serial sreemoyee chattoraj Bengali Television Bengali Actress kanchan mallick
Advertisment