Advertisment
Presenting Partner
Desktop GIF

Sreemoyee Rash Purnima : মেয়ের জন্মের পর প্রথম রাস, কাঞ্চনের কাঁধে মাথা রেখে কোন আক্ষেপ শ্রীময়ীর?

Rash Purnima 2024 : রাস পূর্ণিমার দিন মন খারাপ শ্রীময়ীর। কাঞ্চনের বাহুডোরে নিউলি মাম্মি। ভিডিও পোস্ট করে কোন আক্ষেপের কথা বললেন টেলি অভিনেত্রী?

author-image
Kasturi Kundu
New Update
কাঞ্চনের কাঁধে মাথা রেখে কোন আক্ষেপ শ্রীময়ীর?

কাঞ্চনের কাঁধে মাথা রেখে কোন আক্ষেপ শ্রীময়ীর?

Sreemoyee Kanchan Rash Purnima : দিনটা ছিল ২ নভেম্বর। ওই দিন শ্রীময়ীর কোল আলো করে এসেছে রাজকন্যা কৃষভি।  দোল পূর্ণিমার ঠিক পর দিনই জানতে পারেন কাঞ্চন-শ্রীময়ীর জীবনে নতুন সদস্য আসছে। ২৫ মার্চ টেস্ট করতেই রিপোর্ট পজেটিভ। খুশির হাওয়া মল্লিক পরিবারে। মাত্র ২৭ বছর বয়সে মা হয়েছেন শ্রীময়ী। এখন মাদারহুড একেবারে চেটেপুটে উপভোগ করছেন কাঞ্চন ঘরণী। তবে রাস পূর্ণিমার দিন খানিক মন খারাপ তাঁর। জীবনের সুখ-দুঃখের মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করেন শ্রীময়ী। রাস পূর্ণিমাতে মন খারাপের কারণটাও জানালেন অভিনেত্রী। কাঞ্চনের কাঁধে মাথা রেখে কী বললেন শ্রীময়ী? 

Advertisment


আঁতুড় থাকার কারণে নিজের পূজোর আয়োজন করতে পারেননি। তাই মনটা একটু খারাপ। খুশি থাকতে আপাতত ফটো সেশনেই মজেছেন নিউলি মাম্মি শ্রীময়ী চট্টরাজ মল্লিক। কাঞ্চনকে পাশে নিয়ে ভিডিওতে বরের রাস পূর্ণিমার লুক দেখালেন। তারপরই বলেন, যে এবারে যেহেতু নিজের হাতে পুজোর আয়োজন করা হল না তাই একটু ফটো তুলছেন। সঙ্গে যোগ করেছেন 'রাধে রাধে'।


মল্লিক বাড়িতে কম-বেশি সকল পুজোই হয়। সোশ্যাল মিডিয়ায় সেই মুহূর্তগুলোকে ভাগ করে নেন শ্রীময়ী। কালী পুজোর দিনও শাড়ি পরে সাবেক সাজে ক্যামেরাবন্দি হয়েছিলেন শ্রীময়ী। তারকাদম্পতি কৃষ্ণভক্ত। মেয়ের নামেও রয়েছে সেই ছোঁয়া। তাই তো লিটল প্রিন্সেসের নাম রেখেছেন ‘কৃষভি’। বয়স মাত্র ১৪ দিন, অর্থাৎ আনন্দ অশৌচ চলছে। ইষ্টদেবতা রয়েছেন। তাই নিয়মমাফিক পুজো করা বাধ্যতামূলক।

.
বাড়িতে আসেন নিত্য পুজোর পুরোহিতও। মেয়ের জন্মের পর বাড়িতে প্রথম রাসের পুজো। একদিকে যেমন আনন্দ অন্যদিকে আঁতুড়। এর মাঝেই নিজেদের মতো করে রাস পূর্ণিমায় সময় কাটাচ্ছেন কাঞ্চন-শ্রীময়ী। উল্লেখ্য, লক্ষ্মীমন্ত বউয়ের মতোই বাড়ির পুজোর সমস্ত কাজ নিজের হাতে সামলান শ্রীময়ী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মেটারনিটি ফটোশ্যুটের ছবি পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন শ্রীময়ী।

রেশমি পোশাকে উন্মুক্ত বেবি বাম্প। রেট্রো লুকে জাস্ট ফাটাফাটি শ্রীময়ী। ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে জানতে চাওয়া হয়, এটা এটা আনপ্ল্যানড প্রেগন্যান্সি? এই প্রশ্নের সোজা উত্তর, ‘না, আমি সম্পর্কের শুরু থেকেই কাঞ্চনকে বলেছিলাম মা হতে চাই। একসঙ্গে তো আমরা অনেক সময় কাটিয়েছি। এবার তিনজনে মিলে সময় কাটাব'।

আরও পড়ুন: ‘হানিমুনের সময় সাড়ে চার মাসের প্রেগন্যান্ট’, সিক্রেট শেয়ার শ্রীময়ীর

sreemoyee chattoraj Kanchan Mullick tollywood news Tollywood Television star Tollywood Actress
Advertisment