scorecardresearch

বড় খবর

নোরাকে নকল করছেন? দর্শকদের প্রশ্নে গর্জে উঠলেন সৃজলা

নোরাকে নিয়ে কী মন্তব্য সৃজলার?

নোরাকে নকল করছেন? দর্শকদের প্রশ্নে গর্জে উঠলেন সৃজলা
নোরা-সৃজলা

জমে উঠেছে ড্যান্স ড্যান্স জুনিয়রের মঞ্চ। একের পর এক ধুয়াধার পারফরমেন্স, যেন তাক লাগাচ্ছেন সকলে। তাঁর সঙ্গে হাসি ঠাট্টা-, ক্যাপ্টেনদের নিয়ে মেতে উঠেছে শো। বলা উচিত, ফাটাফাটি ব্যাপার। আর এবার সেই মঞ্চে উপস্থিত হয়েছেন পিহু অর্থাৎ সৃজলা গুহ। তাঁর নাচ দেখেই গুজগুজ নেটপাড়ায়।

মঞ্চে বেলি ড্যান্স উপস্থাপন করেন সৃজলা। তাঁর নাচের ছন্দ অবাক করে দেয় দর্শকদের। কিন্তু এখানেই দর্শকরা কপাল কুঁচকে ফেলেছেন। তাঁর বেলি ড্যান্স দেখেই বেশিরভাগের বক্তব্য, এ তো সম্পূর্ন নোরা ফাতেহি! তাকেই নকল করছেন সৃজলা?

আরও পড়ুন [ ‘স্বামীর পছন্দ নয়, তাই..’, বাচ্চা সামলেই অন্যভাবে করবাচৌথ পালন সোনমের ]

এ প্রসঙ্গে তাঁর নিজের কী মত! অভিনেত্রী এক সংবাদ মাধ্যমে জানান, নাচের প্রতি তাঁর ভালবাসা দীর্ঘদিনের। আজ নয়, সেই ছোট থেকে নাচ করতে ভালবাসেন। “আমি নাকি নোরা ফাতেহিকে নকল করি, একথা অনেকেই বলেন। কিন্তু কে নোরা ফাতেহি? ও জনপ্রিয় হওয়ার আগে থেকেই আমি বেলি ড্যান্স করি£। একেবারেই সহজ ভাষায় জানিয়ে দিলেন একথা মেনে নিতে একেবারেই তিনি নারাজ।

নাচের প্রতি বিরাট ঝোঁক। এমনকি ভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ পর্যন্ত নিয়েছেন। স্টার জলসার মন ফাগুন ধারাবাহিক দিয়ে শুরু, তাতেই সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। শন বন্দোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটি নানান প্রশংসা পেয়েছিল। তবে, আপাতত শুটিং ছেড়ে ভ্রমণে মন দিয়েছেন তিনি। এদিক ওদিক ঘুরতেই ব্যস্ত সৃজলা।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Srijla guha reaction about comment copying nora fatehi