Advertisment

কীভাবে অরিন্দমকে প্রাণে বাঁচাল নোলক? 'গোধূলি আলাপ' সিরিয়ালে নয়া মোড়

আগেভাগেই ক্লিক করে দেখে নিন সিরিয়ালের ঝলক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
স্টার জলসা, নোলক-অরিন্দম, Arindam- nolok, godhuli alaap, star jalsa, entertainment

চরম বিপদে অরিন্দম! নোলকের অগ্নিপরীক্ষা

অরিন্দমকে বাঁচাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ল নোলক! ভক্তির জেরে অরিন্দমের প্রাণ বাঁচাতেই নিজের ওপর অমানসিক অত্যাচার করেছে সে। তার জীবনে নেমে আসে এক ঘোরতর বিপদ!

Advertisment

গুরুতর ভাবে আহত হয় অরিন্দম। আর তাঁকে বাঁচাতেই ভগবানের কাছে অভুক্ত অবস্থায় প্রার্থনা করে নোলক। এদিকে পণ করে স্বামী সুস্থ না হলে এক বিন্দু জলও সে খাবে না। নাওয়া খাওয়া ভুলে শুধুই, ভগবানের কাছে প্রার্থনা করে গেছে। সেবা, প্রার্থনা এবং ভালবাসায় অবশেষে সুস্থ হয়ে ওঠে অরিন্দম। এবং ঠিক তার পরেই, অজ্ঞান হয়ে পড়ে নোলক। স্ত্রীকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় অরিন্দম। ঠিক কী কারণে অজ্ঞান হয়ে গেছে নোলক, এটা বুঝতেই পারছে না সে।

আরও পড়ুন < KK বিতর্কে বাংলায় কোণঠাসা! এবার ভারত সরকারের হয়ে গান গাইলেন রূপঙ্কর >

আতঙ্কের চোখেই সে তাকিয়ে থাকে নোলকের দিকে। পরে জানতে পারে, দুইদিন ধরে একেবারেই কিছু খায়নি সে! এমনকি জলও না! নিজে হাতেই জল খাইয়ে দেন, স্ত্রী নোলককে। ছোট নোলকের এই কাণ্ডে হতবাক অরিন্দম। তাঁদের সম্পর্ক কী অন্যদিকে বাঁক নেবে? আদৌ অরিন্দমের মনে জায়গা করে নিতে পারবে নোলক?

প্রসঙ্গত, নোলকের অরিন্দমের প্রতি শ্রদ্ধা এবং ভালবাসা দেখে আপ্লুত টেলি দর্শকরা। এত ছোট বয়সেও তার এই অধ্যবসায় দেখেই নোলককে কুর্নিশ জানাচ্ছেন সকলে।

Bengali Serial Bengali Television Kaushik Sen Star Jalsha
Advertisment