মরণ-ফাঁদে ফড়িং! কার ষড়যন্ত্রে শেষ হয়ে যাবে তাঁর স্বপ্ন?

ভয়ানক বিপদে ফড়িং!!!!

ভয়ানক বিপদে ফড়িং!!!!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
NULL

আলতা ফড়িং

মৃত্যুফাঁদে ফড়িং! শেষে তাঁর বিরুদ্ধে এমন ভয়ানক চক্রান্ত? লোক পাঠিয়ে তাঁকে মেরে ফেলার পরিকল্পনা করছে কারা? এই মাঝরাতে কী অঘটন ঘটল ফড়িং-এর বাড়িতে!

Advertisment

রাত বিরেতে ফড়িং এর বাড়িতে অনাধিকার প্রবেশ ঘটায় দুই ব্যাক্তি। ঘুমন্ত অবস্থায় তাঁর ক্ষতি করার পরিকল্পনাও করে তাঁরা। এদিকে আওয়াজ পেতেই ঘুম থেকে উঠে পড়ে সে। চোর চোর করে চিৎকার করতে শুরু করে। ফের একবার নিজের সাহসিকতার পরিচয় দিয়ে সেই অপরাধীদের নিজে থেকেই পিছু নেয় সে। ধাওয়া করতে করতে রাস্তায় বেড়িয়ে আসতেই অবাক ফড়িং।

Advertisment

আরও পড়ুন < ‘পিৎজাও এত জলদি ডেলিভারি হয় না..’, রণবীর-আলিয়ার সন্তানের খবরে কটাক্ষের বন্যা >

চোখের সামনে এ কাকে দেখছে সে? এত রাতে নিজের মা কে সামনে দেখেই যেন হতভম্ব সে। কোথা থেকে কেনই বা এল তাঁর মা? এ কোন ষড়যন্ত্রের শিকার হতে চলেছে সে! মা-কে সামনে দেখতেই সে প্রশ্ন করে বসে, কী জন্য এত রাতে তার মা এই বাড়িতে এসেছে? উত্তরে জানতে পারে, সেইই নাকি তাঁকে ফোন করে ডেকেছে। একথা শুনেই অবাক ফড়িং। এদিকে পৌষালীর মুখে ফিকে আসি, তাহলে কী ষড়যন্ত্রের পেছনে সে নিজেই? আর কতভাবে ফরিং-কে হেনস্থা করবে সে?

আপাতত, ফড়িং -এর কঠিন পরীক্ষা। প্রতিদিনই কিছু না কিছু লেগেই আছে। কোনদিকে মোড় নেবে তার জীবন? মায়ের স্বপ্ন কী সে পূরণ করতে পারবে?

Bengali Serial Bengali Television Star Jalsha Aalta Phoring