scorecardresearch

মাত্র ৪ মাসেই আয়ু শেষ! বন্ধ হল জনপ্রিয় এই মেগা সিরিয়াল

এ-কদিনেই বন্ধ হওয়ার মুখে সিরিয়াল?

sun bangla amar sona chander kona
আবারও বন্ধ হচ্ছে ধারাবাহিক?

ধারাবাহিক শেষ হওয়ার তালিকায় আবারও জুরলো আরেক নাম। এবার বন্ধ হতে চলেছে জেসমিন রায় এবং রবি শাউ অভিনীত ধারাবাহিক, আমার সোনা চাঁদের কণা। মাত্র চার মাস তারমধ্যে এই ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ?

TRP ধরে রাখতে না পেরে বন্ধ হয়েছে হাজারো সিরিয়াল। মন ফাগুন থেকে উমা, আয় তবে সহচরী। আর এবার জেসমিনের এই ধারাবাহিক চার মাসের মধ্যেই বন্ধ হতে চলেছে! ঘটনায় সম্মতি জানিয়েছেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, সত্যি বন্ধ হচ্ছে এই ধারাবাহিক। তবে এত শীঘ্রই যখন কোনও ধারাবাহিক বন্ধ হয় যেন সত্যিই খারাপ লাগে।

আরও পড়ুন [ TRP-তে তলিয়ে গেল ‘মিঠাই’! প্রথম তিনে ‘গাঁটছড়া’র সঙ্গে পাল্লা দিচ্ছে আর কারা? ]

বুধবার শেষ হয়েছে এই সিরিয়ালের শুটিং। প্রথমে যদিও বা টাইম স্লট পরিবর্তন করা হবে এমনটাই ভাবা হয়েছিল তবে পরে আলোর ঠিকানা ধারাবাহিকের জেরে বন্ধই হতে চলেছে এটিও। যদিও বা এই ধারাবাহিকের মাধ্যমে জেসমিন এবং রবির কেমিস্ট্রি দারুণ নজর কেড়েছিল, কিন্তু TRP এর কমতির কারণেই অবশেষে এই ধারাবাহিকও বাতিলের খাতায়।

আলোর ঠিকানার ধারাবাহিকে, দেখা যাবে জন ভট্টাচার্য এবং দেবাদৃতা বসুকে। এই সিরিয়াল নিয়েও জন যথেষ্ট উচ্ছ্বসিত। ১৭ তারিখ সেপ্টেম্বর শেষবার সম্প্রসারিত হবে আমার সোনা চাঁদের কণা।

Stay updated with the latest news headlines and all the latest Television news download Indian Express Bengali App.

Web Title: Sun bangla serial amar sona chander kona stop telecast this month