Advertisment
Presenting Partner
Desktop GIF

Taarak Mehta Ka Ooltah Chashmah : মানসিক নির্যাতন ও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ পলকের, মুখ খুললেন তারক মেহতার প্রযোজক

Asit Modi : তারক মেহতা কা উলটা চশমা-র প্রযোজকের বিরুদ্ধে শ্লীলতীহানির অভিযোগ এনেছিলেন পলক সিদোয়ানি। বেশ কয়েক মাস আগে ওঠা এই অভিযোগের বিষয়ে মুখ খুললেন অসিত মোদী।

author-image
Kasturi Kundu
New Update
মানসিক নির্যাতন ও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ পলকের

মানসিক নির্যাতন ও পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ পলকের

Asit Modi On Palak Sidhwani: হিন্দি কমেডি শোয়ের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তারক মেহতা কা উলটা চশমা। এই শো ছেড়ে চলে গিয়েছে অনেকেই। অভিনেত্রীদের মধ্যে অনেকে আবার শোয়ের প্রযোজক অসিত মোদীর বিরুদ্ধে নানান অভিযোগও এনেছেন। শ্লীলতাহানির অভিযোগ থেকে পারিশ্রমিক না দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে অসিতের বিরুদ্ধে। তাঁদের মধ্যে একজন তারক মেহতার সোনু। প্রযোজকের বিরুদ্ধে সোনু ওরফে পলক সিদওয়ানি-ও একই অভিযোগ এনেছিলেন। বেশ কয়েক মাস আগে শো ছেড়ে চলে যাওয়ার পর অসিত মোদীর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রযোজক। 

Advertisment

প্রসঙ্গত, পলক সিদওয়ানির বিরুদ্ধে চুক্তিভঙ্গ করার অভিযোগ উঠেছিল। এরপরই প্রযোজকের বিরুদ্ধে পালটা অভিযোগ করেন তারক মেহতার সোনু। প্রযোজকের বিরুদ্ধে পলকের অভিযোগ, তিনি মানসিক নির্যাতন করতেন ও পারিশ্রমিক দিতেন না।

 সম্প্রতি ETimes-কে দেওয়া সাক্ষাৎকারে পলক প্রসঙ্গে মুখ খোলেন অসিত মোদি। তিনি অবশ্য পলকের অভিযোগের ভিত্তিতে বিশেষ কিছু বলতে চাননি। কারণ পলক ছিল তাঁর মেয়ের বয়সী। তাই এই বিষয়ে কাদা ছোড়াছুঁড়ি করতে একেবারেই চান না অসিত মোদি। 

তিনি বলেন, 'যখন কোনও অভিনেতা-অভিনেত্রী আমার শো ছেড়ে চলে যায় তখন খারাপ লাগে, আবেগপ্রবণ হয়ে পড়ি। কারণ শোয়ের সদস্যরা আমার পরিবারের সদস্যের মতো। পলক যখন চলে গেল খুব খারাপ লেগেছিল। ও তো আমার মেয়ের মতো। তাই ওর প্রতি নজর রাখতাম। তারক মেহতার সঙ্গে যাঁরা জড়িত তাঁরা প্রত্যেকেই আমার খুব কাছের'।

আরও বলেন, 'যদি কেউ আমার বিষয়ে কোনও অভিযোগও করে আমি কিছু বলতে চাই না। আমার একটাই উদ্দেশ্য আরও ভালভাবে শো-টা চলুক। দর্শক খুশি হোক। এসবের থেকে দূরে থাকতে চাই। পাঁচ-দশ বছর যখন একটা শোয়ের সঙ্গে কেউ যুক্ত থাকে তখন তাঁরা পরিবারের সদস্য হয়ে যায়। এই ধরনের অভিযোগগুলো একেবারেই কাম্য নয়।'

tarak mehta ka ulta chasma Hindi Television
Advertisment