Trina Saha : তৃণার মতো থাইল্যান্ডের রিসর্টেই পুল টাইম এনজয় করতে চান? জেনে নিন প্রতি রাতের খরচ কত

Trina Saha Thailand resort : বান্ধবীদের সঙ্গে থাইল্যান্ডে ছুটির মুডে তৃণা। সেখানে যে রিসর্টে রয়েছেন, প্রতি রাতে খরচ কত? মধ্যবিত্তের পকেটে টান পড়বে নাকি পকেট ফ্রেন্ডলি?

Trina Saha Thailand resort : বান্ধবীদের সঙ্গে থাইল্যান্ডে ছুটির মুডে তৃণা। সেখানে যে রিসর্টে রয়েছেন, প্রতি রাতে খরচ কত? মধ্যবিত্তের পকেটে টান পড়বে নাকি পকেট ফ্রেন্ডলি?

author-image
Kasturi Kundu
New Update
তৃণার মতো থাইল্যান্ডের রিসর্টেই পুল টাইম এনজয় করতে চান?

তৃণার মতো থাইল্যান্ডের রিসর্টেই পুল টাইম এনজয় করতে চান?

Trina Saha Thailand resort Cost : সেলিব্রিটিরা কী করছেন, কোথায় যাচ্ছেন, তাঁদের লাইফ স্টাইল কেমন তা জানার একটা আলাদাই ইন্টারেস্ট থাকে আমজনতার। সোশ্যাল মিডিয়ায় যখন কোনও সেলেব ছবি পোস্ট করেন সেখানে লাইক-কমেন্টের বন্যা বয়ে যায়। কোনও বিশেষ আউটফিটের ছবি দেন বা ফটোশ্যুট করেন তাহলে তার দাম জানার প্রবণতা লক্ষ্য করা যায়। কেউ যদি আবার বিদেশ ভ্রমণের ছবি পোস্ট করেন সেটা নিয়ে তৈরি হয় আন্য আগ্রহ। কোথায় রয়েছেন। কেমন রুমে রয়েছেন। সেখানে হোটেল বা রিসর্টে প্রতি রাতে কত ভাড়া গুনতে হয়। 

Advertisment


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় থাইল্যান্ড থেকে প্রতিনিয়ত ছবি পোস্ট করছেন টলি ডিভা তৃণা সাহা। বান্ধবীদের সঙ্গে ভ্যাকেশন মুডে নীল ঘরণী। পানওয়াবুড়ি বিচফ্রন্ট রিসর্টে রয়েছেন তাঁরা। সেখানে প্রতি রাতের খরচ কত? এই রিসর্ট থেকেই ছবি পোস্ট করছেন তৃণা। কখনও পুলের জলে তো কখনও আবার গার্লং গ্যাংয়ের সঙ্গে হুল্লোড়ে মেতে। সূর্যাস্তের পড়ন্ত বিকেলের মিঠে রোদ গায়ে মেখেও ছবি পোস্ট করছেন তৃণা সাহা।

Advertisment

 
এবার আসা যাক রিসর্টের খরচের কথায়। মেক মাই ট্রিপে ঢুঁ মারলে দেখা যাচ্ছে এর খরচ কত। প্রতিটি রাত্রিযাপনের জন্য এই রিসর্টের খরচ ১০ হাজারেরও বেশি। বিলাসবহুল এই রিসর্টে কী নেই? স্পা থেকে সুইমিং পুল সবই বর্তমান। রয়েছে ওয়াই-ফাই পরিষেবা থেকে পার্কিং জোনও। বিনামূল্যে ফিটনেস সেন্টারও রয়েছে এখানে।

'Deluxe Double with Pool view' একটি রুমে দুজন থাকার ব্যবস্থা রয়েছে। এই মুহূর্তে ওয়েবসাইটে প্রতি রাতের খরচ বাবদ দেখাচ্ছে ১১, ৩১৪ টাকা। কর ও অন্যান্য খরচ বাবদ দিতে হবে ২,১২৭ টাকা। উল্লেখ্য, বিভিন্ন সময় রুমের খচর পরিবর্তন হতে থাকে। উৎসবের মরশুমে বাড়ে আবার কখনও থাকে বিশেষ ছাড়। আপনিও যদি তৃণার মতো থাইল্যান্ডের হোটেল থেকে পুল ভিউ চান তাহলে এই হোটেল হতে পারে সেরা অপশন। 

আরও পড়ুন: নীল মনোকিনিতে জলকেলি, তৃণার পুল টাইমে ক্লিন বোল্ড নেটপাড়া

Trina Saha Tollywood Television star tollywood news Tollywood Actress Thailand