নিয়ম মেনে 'শাশুড়ি ষষ্ঠী' পালন নীলের, রেঁধে বেড়ে খাওয়ালেন তৃণার মাকে!

নীলের অভিনব প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে টলিপাড়া

নীলের অভিনব প্রয়াসকে কুর্নিশ জানাচ্ছে টলিপাড়া

author-image
IE Bangla Entertainment Desk
New Update
neel bhattacharyya, trina saha, neel-trina, neel trina tollywood, neel trina television, neel trina relationship, neel trina divorce, নীল-তৃণা, আজকের বিনোদন, জামাই ষষ্ঠী, indian express entertainment news, express entertainment news, entertainment news today

নীলের শাশুড়ি ষষ্ঠী

জামাই ষষ্ঠী তো অনেক হয়, কিন্তু শাশুড়ি ষষ্ঠী? বাঙালির তেরো পার্বণ এর মধ্যে এমন কিছু আছে নাকি? না থাকলেও এবার সেই কাজ করে দেখিয়েছেন নীল ভট্টাচার্য। টেলিভিশনের পর্দায় জনপ্রিয় মুখ নীল। এতদিন জামাই ষষ্ঠীর আনন্দ নিলেও এবার শাশুড়ির সঙ্গে পালন করলেন অন্য এক ধরনের ষষ্ঠী।

Advertisment

জামাই ষষ্ঠী শুধু জামাইদের নয়, সমানভাবে শাশুড়ীর জন্যও। এদিন, শাশুড়ির সঙ্গে একের পর এক নিয়ম পালন করতে দেখা গেল তাঁকে। শাশুড়িকে হাতে হলুদ সুতো বেধে দেওয়া থেকে তাঁকে রেঁধে বেড়ে খাওয়ানো সবই নিজে হাতে করলেন নীল। আর তাতে বেজায় খুশি শাশুড়ি অর্থাৎ তৃণার মাও। শাশুড়ির মঙ্গল চেয়ে নানা কান্ড ঘটালেন নীল।

আরও পড়ুন < অঙ্কুশের সঙ্গে আগে বন্ধুত্ব থাকলে হয়তো অনির্বাণ বিয়ে করার আগে ভাবত : রুদ্রনীল >

জামাইয়ের হাতে রান্না খেয়ে বেশ প্রশংসা করলেন শাশুড়ি। কিন্তু শাশুড়ি মা তাঁর মিষ্টি জামাইয়ের জন্য কিছুই করবেন না? এও আবার হয় নাকি। তাই তো, মেয়ে জামাইকে নিমন্ত্রণ করলেন তিনি। সঙ্গে, মাছ মাংস, মিষ্টি দই কী নেই? তৃণার বাড়িতে জমজমাট সব আয়োজন। খেয়েদেয়ে পেট আইঢাই নীলের।

Advertisment

প্রসঙ্গত, কিছুদিন আগেও নীল তৃণার সম্পর্ক নিয়ে জোর চর্চা। তাঁরা নাকি একসঙ্গে থাকছেন না। হতে পারে বিবাহ বিচ্ছেদ! এমন গুজব ও রটেছিল। তবে, সবকিছুই ভুল প্রমাণ করে আবারও নিজেদের সুখের সংসারে ভেসে গিয়েছেন। আজও, একসঙ্গে জামাই ষষ্ঠী পালন করলেন তাঁরা।

tollywood