ঊষসী চক্রবর্তী, যারা বাংলা সিরিয়াল-সিনেমার নিয়মিত দর্শক তাঁদেরকে আর আলাদা কে পরিচয় দেওয়ার প্রয়োজনই হয় না। তাঁকে তো আবার সকলে ভালোবেসে জুন আন্টি বলেও ডাকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক কাজেও অংশ নিতে দেখা যায় তাঁকে। আরজি কর কাণ্ডের প্রথম দিন থেকেই সরব ছিলেন ঊষসী। পথে নেমে আমজনতার সঙ্গে মিশে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন। তাঁর প্রতিবাদী কণ্ঠ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। আরজি কর কাণ্ডের সেই প্রতিবাদী মুখ ঊষসী পড়েছেন মহা ফ্যাসাদে। ওই ঘটনাকে ঘিরে তাঁর নামে ঘুরছে ভুয়ো পোস্ট। বেশ কয়েকদিন ধরেই হোয়াটস অ্যাপে একটি পোস্ট দেখা যাচ্ছে। যার নীচে নাম রয়েছে ঊষসী চক্রবর্তীর। তাঁর ওয়াল থেকেই নাকি পোস্টটি সংগ্রহ করা হয়েছে। সেখানে আবার বেশ কিছু মানুষের ছবি দিয়ে লখা, তাঁরা সন্দীপ ঘনিষ্ঠ। এই ঘটনায় খুবই বিরক্ত ঊষসী। ফেসবুকে একটি লম্বা-চওড়া পোস্ট শেয়ার করে জানিয়েছেন, এটি তাঁর পোস্ট নয়।
অভিনেত্রীর ওয়ালের এই পোস্ট দেখে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, 'এই পোস্টের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। কে বা কারা এই ধরনের পোস্ট করেছে সেটা আমি জানি না। আমি জানি না যারা পোস্টটি শেয়ার করছে তারা কেন নিজেদের নাম দিচ্ছে না।' এই ঘটনায় কোনও রাজনৈতিক গন্ধ পাচ্ছেন কিনা জানতে চাইলে ঊষসী বলেন, 'না, সেইরকম কিছু তো মনে হচ্ছে না '।
ভাইরাল হওয়া পোস্টে অবশ্য ক্ষোভ উগরে দিয়ে উষসী লিখেছেন, 'কেউ বা কারা সম্ভবত এই আনভেরিফায়েড পোস্টটি আমার নামে পোস্ট করে আমায় কোনও বিপদে ফেলতে চাইছেন । আমি এই প্রবণতাকে ধিক্কার জানাই। এই পোস্টে অকারণে আমার নাম ব্যবহার করা নিয়ে আমি খুবই বিরক্ত'।
কড়া সুরে আইনি পদক্ষেপ গ্রহণের কথাও বলেছেন। ঊষসী লিখেছেন, 'আজ এই পোস্টের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে চাই যে এই পোস্ট এর সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। যে বা যারা এই পোস্টটি সোশ্যাল মিডিয়া বা whatsap এ শেয়ার করতে চাইছেন তারা দয়া করে আমার নামটা সরিয়ে করবেন। ভবিষ্যতে এরকম আবার কিছু ঘটলে আমি আইনি পদক্ষেপও নিতে বাধ্য হব'।
আরজি কর ইস্যু প্রসঙ্গে বলেন, 'আমি মনে করি যে বা যারা এই ধরনের কাজ করছেন , আনভেরিফায়েড কনটেন্ট অন্যের নামে চালাতে চাইছেন তারা আর যাই হোন অভয়া বিচার আন্দোলন শুভানুধ্যায়ী না । অভয়ার বিচার চেয়ে এবং অভয়া বিচার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এই পোষ্ট শেষ করছি'।