টেলিভিশন দিয়েই শুরু করেছিলেন অভিনয় জীবন। সেই সাত পাকে বাঁধা সিরিয়ালে ঐন্দ্রিলার সঙ্গে জুটি, তারপরই বিক্রম চট্টোপাধ্যায় হয়ে উঠেছিলেন অন্যতম জনপ্রিয় অভিনেতা। শুধু তাই নয়, তারপর থেকে আর পেছনে ফিরে তাকাতে হয় নি তাঁকে।
পরপর সিরিয়াল, সেগুলি সুপারহিট। ইচ্ছেনদী থেকে ফাগুন বউ..টেলিভিশনে শো সঞ্চালনা করতে দেখা গিয়েছে বিক্রমকে। কিন্তু বেশ কিছুদিন হল, এখনও তাঁর নতুন কোনও ধারাবাহিকে দেখা নেই। কোনও বিশেষ কারণ? অভিনেতা এই দূরত্বের কারণ কি তা নিজেই জানিয়েছেন। বড়পর্দায় মাঝেমধ্যেই তাঁকে দেখা যায়। কখনও কুলের আচার আবার কখনও শেষ পাতা কিংবা নতুন নানা প্রজেক্ট থাকলেও ছোটপর্দায় একটু বিবেচনা করেই কাজ করেন বিক্রম! অভিনেতা বললেন....
আরও পড়ুন < আহত মিমি চক্রবর্তী! আঙুলে সেলাই, মান-অভিমান ভুলে আরোগ্য কামনায় শুভশ্রী >
"যে তিনটি সিরিয়ালে অভিনয় করেছি, তিনটিই হিট। আমি কৃতজ্ঞ নির্মাতাদের কাছে। তার মানে এটা নয় যে সিরিয়ালের প্রস্তাব আসতেই থাকে। সিরিয়ালের জন্য অনেক সময় দিতে হয় তাই, এখন অন্তত সেইসব দিকে ভাবনা চিন্তা করছি না"। সিরিয়ালে না ফেরার কারণ যে একগুচ্ছ ছবি সেকথাও অকপটে স্বীকার করলেন তিনি। তাঁর কথায়, "অনেক সিনেমার কাজে ব্যস্ত...সেগুলো শেষ না করে সিরিয়ালে ফেরা সম্ভব নয়"।
যদিও, বর্তমানে সবথেকে বেশি ব্যস্ততা তথাগত মুখোপাধ্যায় এর ছবি 'পারিয়াহ' নিয়ে। ফলেই এবারের ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চেও বিক্রম নেই। অভিনেতা এবং শোলাংকি একসঙ্গে জুটি বেঁধেও অভিনয় করছেন একটি ছবিতে।