পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর থেকেই নেট পাড়ায় কোলাহলের শেষ নেই। বেশিরভাগই হাসি ঠাট্টায় মেতেছেন। আওয়াজ তুলতে বাদ নেই কেউই। তারকা সমাজ তো বটেই, কম যান না ইউটিউবারদের অনেকেই। জনপ্রিয় মুখ ঝিলাম গুপ্তা, নিজেও তাদের মধ্যে একজন। পার্থ-অর্পিতার সঙ্গেই উমা সিরিয়ালকে মিলিয়ে দিলেন তিনি। কী ঘটিয়েছেন আসলে?
বরাবরই ধারাবাহিকের পোকা ঝিলাম। বাংলা সিরিয়াল নিয়ে মাঝেমধ্যেই হাসির ভিডিও বানান। বাড়ির লোকের কারণে সেই সব সিরিয়াল এড়িয়েও যেতে পারেন না। শ্যামা হোক অথবা উমা - ধুম তানানা মিউজিকের নেপথ্যে কাহিনী হোক অথবা ড্রিম সিকোয়েন্স, ঝিলাম কিন্তু সর্বদাই বাংলা সিরিয়াল নিয়ে ভীষণ উৎসাহী। গতকালের ঘটনার জেরে একটি ভিডিও বানিয়েছে সে। যেখানে ইডি অফিসের নাম বদলে রাখা হয়েছে DD অফিস। এবং সিরিয়াল সংক্রান্ত কমপ্লেইন জানানো হয় সেখানে। ২০ কোটি টাকা নস্যি মাত্র, আচার্য পরিবারের ১০০ কোটি টাকা কোথা দিয়ে হাওয়া হয়ে গেল সেই নিয়ে ব্যস্ত সে।
আরও পড়ুন < ‘হ্যাটা হওয়া বামনেত্রী, ১০৭ কিলো ফুটেজ দিলাম’, শ্রীলেখাকে ভয়ঙ্কর পাল্টা দেবাংশুর >
উমা সিরিয়াল নিয়েই এবার মজেছে সে। সোজা DD অফিসে ফোন করে সে জানায়, উমার পরিবার ১০০ কোটি টাকার বিনিময়ে প্রিমিয়ার লিগে টিম কিনেছে! এটা কি করে সম্ভব? নেহাত ওইটুকু একটা ছোট বাড়ি বন্দক রেখে ১০০ কোটি টাকা পাওয়া যায়? শুধু তাই নয়, গতকালের ঘটনার রেশ ধরেই নিজের বক্তব্যের মাধ্যমে দর্শকদের পেটে খিল ধরিয়েছে ঝিলাম। টাকা গোনার মেশিন নয়, বরং উমার বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার নিয়ে যেতে হবে, ওরা এদিক ওদিক টাকা গুঁজে রাখতে পারে।
<আরও পড়ুন: ‘২ বার গিয়েও ATM-এ টাকা পাইনি..!’, অর্পিতার ফ্ল্যাটে নোটের পাহাড় নিয়ে মশকরা কিরণ দত্তর>
এখানেই শেষ নয়! গতকাল টাকা আনতে ট্রাক লেগেছিল। তবে উমার পরিবারকে নিয়ে যেতে হলে টেম্পো কিংবা স্কুটিই কাফি! - ক্রিকেটার উমা আচার্যের বিরুদ্ধে এই কমপ্লেন দায়ের করতেই বিশাল খুশি সে। যদিও বা পরে জানতে পারে যেখানে ফোন করেছেন সেটা DD অফিস নয় বরং 'all bengal serial lover association' - এর অফিস এবং তারা টেম্পো নিয়ে ঝিলামকেই ধরতে আসছে। পছন্দের উমার বিরুদ্ধে একটা কথাও তারা শুনতে নারাজ।
ভিডিওর প্রেক্ষাপট দারুণ ভাবে মিলিয়েছেন ঝিলাম। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা বলছেন, সিরিয়ালের অবাস্তব কাহিনীকে দারুণভাবে বাস্তবের সঙ্গে মেলাল ঝিলাম। ২০ কোটি গল্প! ধারাবাহিকে ১০০ কোটির ক্রিকেট টিম দেখেই মাথায় হাত দর্শকদের।