Advertisment

Nim fuler madhu: 'এমন নিচু মনের মা..', কন্যা সন্তান হওয়ায় অবহেলা! 'সৃজন' রুবেলই সামাল দিলেন পরিস্থিতি...

Nim fuler madhu Zee Bangla: অভিনেত্রী অরিজিতাকে ঘিরে কটাক্ষ! এভাবে নিচু মনের পরিচয় দেবেন তাই বলে..?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Zee Bangla serial nim fuler madhu new promo Arijita again get trolled

Nim fuler madhu- ফের রোষানলে এই ধারাবাহিক!

Nim Fuler Madhu new Promo: সৃজন এবং পর্ণার জীবনে নতুন সদস্য এসেছে। সেই প্রোমো প্রকাশ্যে আসতেই নানা উন্মাদনা। বিশেষ করে যারা সিরিয়াল দেখেন তাদের কাছে কিন্তু বিষয়টা নিজের পরিবারের মতো হয়ে যায়। আর এবার,  বাবুর মায়ের কান্ড কীর্তি দেখে ফের একবার রেগে আগুন সকলে।

Advertisment

ধারাবাহিকের ( Bengali Serial ) প্রথম দিন থেকেই সৃজনের মা অর্থাৎ কৃষ্ণা কিন্তু সকলের চক্ষুশূল। বিশেষ করে, বাবুর বিবাহিত জীবনে নাক গলানোর দরুণ, তাঁকে নিয়ে কম চর্চা হয়নি। কেউ কেউ আরও বাবুর মা শব্দটাই এখন ঘেন্নার চোখে দেখেন। কিন্তু, তাতে আর কী করার। অভিনেত্রী অরিজিতা যেভাবে নিজেকে কৃষ্ণা হিসেবে ফুটিয়ে তুলেছেন তাতে অনবদ্য ছাড়া কিছুই বলা উচিত নয়।

আর, এবার অভিনেত্রীকে আবার শুনতে হল নানা কথা। নাতির বদলে নাতনি এসেছে শুনেই রেগে আগুন বাবুর মা। সোজা সাপটা পর্ণাকে বলে দিলেন, বাবুর বাবু চেয়েছিলেন তিনি। তাই, নাতনির মুখ দেখবেন না। কিন্তু, তাতে কী? সৃজন তো খুশি। এদিকে, এখনকার দিনের একটি ধারাবাহিকে এমন একটি ভাবনা চিন্তার বহিঃপ্রকাশ হয়েছে দেখে রেগে আগুন অনেকেই। তাদের বেশিরভাগই প্রতিবাদ করে উঠলেন।

আরও পড়ুন - রুবেল বাবা হচ্ছেন…? খবর শুনেই শ্বেতার দিকে তাকান রণজয়! অভিনেতা বললেন, ‘রাস্তায় বেরোতে পারব না..’

চ্যানেল কর্তৃপক্ষকে কটাক্ষ করে তারা বললেন নানা কথা। কেউ বললেন, যত পিছিয়ে থাকার কান্ড কারখানা দেখানো হোক। আবার কারওর কথায়, এইভাবে নেগেটিভিটি ছড়াতে থাকুন। আবার কারওর কথায়, এরকম নিচু মনের মা যেন কারওর বাড়িতে না থাকে। ভালবাসা দিতে জানতে হয়। আবার কেউ এও বললেন, যাহ! বাবুর আর বাবু হল না... X - Y ক্রোমোজোমের বিষয়টা যদি বুঝতেন।

উল্লেখ্য, এর আগেও অরিজিতা কিছু কম শোনেননি। তাঁকে নিয়ে বারবার কটাক্ষ করা হয়েছিল। কেউ কেউ তাঁর চেহারাকে টার্গেট করেন আবার কেউ কেউ টার্গেট করেন তার অভিনয় সত্বাকে। কিন্তু, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার সঙ্গে কথা বলার সময়, তিনি জানিয়েছিলেন, ধারাবাহিকে একটি প্রয়োজনীয় চরিত্র তিনি করতে চেয়েছিলেন। সে কারণেই, এই চরিত্রটা জেনে বুঝে করতে রাজি হওয়া।

তবে, নতুন প্রমো আসার প্রসঙ্গে সৃজন অর্থাৎ রুবেল বেশ আশাবাদী। তিনি জানিয়েছেন, সামনের দিনে আরও সুন্দর হতে চলেছে সিরিয়াল। শুধু প্রোমো শুট হয়েছে আপাতত। তবে, আগামী বছর যে শ্বেতার সঙ্গে বিয়েটা সেরে নেবেন একথাও জানিয়েছেন তিনি।

tollywood Bengali Serial Entertainment News Bengali serial TRP
Advertisment