Tollywood Actor: ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া গাড়ির গতি, জনপ্রিয় টলিউড অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের

Bellamkonda Srinivas: ট্রাফিক আইন ও কনস্টেবলের ইউ-টার্ন না নেওয়ার নির্দেশ অমান্য করেন অভিনেতা। শুধু তাই নয়, পুলিশকে তোয়াক্কা না করেই দ্রুত গতিতে গাড়ি চালিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। হায়দরাবাদে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেলামকোন্ডা সাই শ্রীনিবাসের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে জুবিলি হিলস পুলিশ।

Bellamkonda Srinivas: ট্রাফিক আইন ও কনস্টেবলের ইউ-টার্ন না নেওয়ার নির্দেশ অমান্য করেন অভিনেতা। শুধু তাই নয়, পুলিশকে তোয়াক্কা না করেই দ্রুত গতিতে গাড়ি চালিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। হায়দরাবাদে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেলামকোন্ডা সাই শ্রীনিবাসের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে জুবিলি হিলস পুলিশ।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
জনপ্রিয় টলিউড অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের

জনপ্রিয় টলিউড অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের

Actor booked For Rash Driving: হাতে স্টিয়ারিং থাকলেই বেপরোয়া হয়ে যায় গাড়ির গতি! হায়দরাবাদের জুবিলি হিলসের কাছে ঠিক এভাবেই গাড়ি চালাচ্ছিলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা বেলামকোন্ডা শ্রীনিবাস। পুলিশ সূত্রে খবর, গত ১৩ মে জার্নালিস্টস কলোনি মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। ট্রাফিক আইন ও কনস্টেবলের ইউ-টার্ন না নেওয়ার নির্দেশ অমান্য করেন অভিনেতা। শুধু তাই নয়, পুলিশকে তোয়াক্কা না করেই দ্রুত গতিতে গাড়ি চালিয়েছিলেন বলেও অভিযোগ উঠেছে অভিনেতার বিরুদ্ধে। হায়দরাবাদে ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে বেলামকোন্ডা সাই শ্রীনিবাসের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে  জুবিলি হিলস পুলিশ। একাধারে বেপরোয়াভাবে গাড়ি চালানো অন্যদিকে ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, এই দুই কারণেই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। 

Advertisment

জুবিলি হিলসের থানার ইন্সপেক্টরের বয়ান অনুযায়ী, '১৩ মে ট্রাফিক আইন লঙ্ঘন ও ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের জন্য অভিনেতা বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমরা ওঁর বাড়িতে আইনি নোটিশ পাঠিয়েছি।' কয়েকটা দিন পিছনে ফিরে তাকালে মনে পড়ে যায়, ঠাকুরপুকুরেও বেপরোয়া গাড়ির গতির জন্য গ্রেফতার করা হয়েছিল মেগার পরিচালক ভিক্টো দাসকে। যদিও তাঁর ক্ষেত্রে ব্যাপারটা ছিল আরও ভয়ংকর। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে বহু মানুষের ক্ষতি করেছিলেন। সেই সঙ্গে একজনের প্রাণও কেড়ে নিয়েছিলেন। 

আরও পড়ুন 'ও ভাল নেই', টেনিস বলের মতো বিশালাকার...! কঠিন সময়ে পাশে থাকার আর্জি অভিনেত্রীর স্বামীর

২০১৪ সালে বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস তেলুগু ছবিতে আত্মপ্রকাশ করেন। বিপরীতে ছিলেন দক্ষিণী সুন্দরী সামান্থা রুথ প্রভু ও প্রকাশ রাজ। এরপর সুপারহিট তামিল মুভি Sundarapandian-এর রিমেকে অভিনয় করেন। সেই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন সোনারিকা ভাদোরিয়া ও প্রকাশ রাজ। এছাড়াও রকুল প্রীত সিং-এর সঙ্গে Jaya Janaki Nayaka-এ কাজ করেছিলেন।

Advertisment

পূজা হেগড়ের সঙ্গে Saakshyam, কাজল আগারওয়াল ও ও মেহরিন পিরজাদার সঙ্গে Kavacham-এর মতো সিনেমায় কাজ করেছেন। আর Sita-এ জুটি বেঁধেছিলেন বেল্লামকোন্ডা সাই শ্রীনিবাস ও কাজল আগারওয়াল। তেলুগু অভিনেতার ঝুলিতে রয়েছে  Rakshasudu। যেখানে অনুপমা পরমেশ্বরনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি। ২০২১-এ নাভা নাটেশ এবং অনু ইমানুয়েলের সঙ্গে Alludu Adhurs-এ অভিনয় করেছিলেন।

আরও পড়ুন জন্মদিনের আগেই বিরাট সিদ্ধান্ত! বনি আর বাবাকে সঙ্গে নিয়ে কোন স্বপ্নপূরণ কৌশানীর?

tollywood news Bellamkonda Srinivas