/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/01/thackeray-759.jpg)
'ঠাকরে' ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি।
দুটি ভাষায় তৈরি নওয়াজউদ্দিন অভিনীত 'ঠাকরে' শিবসেনা প্রধান বাল ঠাকরের বায়োপিক। মণিকর্নিকার সঙ্গেই ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে এই ছবি। তবে হিন্দির থেকে মারাঠিতে প্রথমদিনে ভাল ব্যবসা করেছে 'ঠাকরে'। প্রথম দিনে এই ছবি খাতা খুলেছে ৬ কোটি টাকা দিয়ে। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে জানিয়েছেন ঠাকরের ওপেনিং দিনের অঙ্ক।
#Thackeray has scored in #Maharashtra specifically... #Marathi version has collected very well... #RepublicDay holiday
should help escalate its biz... Fri ₹ 6 cr. India biz. #Hindi#Marathi — taran adarsh (@taran_adarsh) January 26, 2019
অভিজিৎ পানসের পরিচালনায় এই ছবি তারকাদের প্রংশসা কুড়িয়েছে। বিশেষ করে নওয়াজউদ্দিনের অভিনয় বাহবা পেয়েছে। চিত্রপরিচালক সুজিত সরকার বলেছেন, ''ছবিটা সাহসী ও শক্তিশালী'' এবং নওয়াজউদ্দিনের উদ্দেশ্যে তিনি বলেছেন, ''একজন সেরা অভিনেতা''। টুইট করে একথা জানিয়েছে তিনি।
Film Thackeray portrays how an Artist becomes a powerful political leader. The film is bold and powerful. @Nawazuddin_S one of our finest actors roars like a tiger.. Congratulations to @rautsanjay61 and @RKpanday1977 .
— Shoojit Sircar (@ShoojitSircar) January 24, 2019
এছাড়াও অভিনেতা শত্রুঘ্ন সিনহা টুইটারে ঠাকরে নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেছেন।
আরও পড়ুন, অনলাইনে ফাঁস হল ‘ঠাকরে’, নেপথ্যে আবারও তামিলরকার্স
As a tribute to his memory, a film, 'Thackeray' a biopic on the life of Balasaheb releases on 25th Jan'19. I’m told Nawazuddin Siddiqui @Nawawazuddin_S is outstanding & it seems he has done complete justice to the role. He is credible & believable as he plays the late
— Shatrughan Sinha (@ShatruganSinha) January 24, 2019
তবে প্রথম দিনে খুব একটা ভাল আয় করতে না পারলেও কড়া সংঘর্ষের মুখে ফেলেছে মণিকর্নিকাকে।
Read the full story in English
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us