Advertisment

অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার: এই ছবি নিয়ে কেন এত বিতর্ক?

লেখক সঞ্জয় বারুর লেখা বই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। সঞ্জয় বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের মিডিয়া অ্যাডভাইজর ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিতে মনমোহন সিংয়ের ভূমিকায় অনুপম খের।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ওপর তৈরি হয়েছে বায়োপিক অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার। আর এই পলিটিক্যাল ড্রামায় প্রধান ভূমিকায় রয়েছেন অনুপম খের। পরিচালনায় নবাগত পরিচালক বিজয় রত্নাকর গুট্টে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। একবার চোখ বুলিয়ে নিন ছবির আজানা তথ্যগুলোয়-

Advertisment

এই ছবির টাইটেল কোথা থেকে নেওয়া হয়েছে?

লেখক সঞ্জয় বারুর লেখা বই দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টারের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি। সঞ্জয় বারু ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত মনমোহন সিংয়ের মিডিয়া অ্যাডভাইজর ছিলেন।

পর্দায় মনমোহন সিংয়ের ভূমিকায় কাকে দেখা যাবে?

পলিটিক্যাল ড্রামায় প্রধান ভূমিকায় রয়েছেন বলিউড তারকা অনুপম খের।

এছাড়াও আর কাদের দেখা যাবে ছবিতে?

সঞ্জয় বারুর ভূমিকায় দেখা যাবে অক্ষয় খান্নাকে। লিপস্টিক আন্ডার মাই বুরখা ছবি খ্যাত আহানা কুমরা থাকছেন প্রিয়াঙ্কা গান্ধীর চরিত্রে। এল কে আদবানির চরিত্রে অভিনয় করবেন অবতার সাহনি, লালুপ্রসাদ যাদবের চরিত্রে অভিনয় করবেন বিমল ভার্মা, এবং শিবরাজ পাতিলের চরিত্রে থাকছেন অনিল রাস্তোগি। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর চরিত্রে অভিনয়ের জন্য জার্মান অভিনেতা সুজেন বার্নার্টকে বাছাই করেছেন পরিচালক।

আরও পড়ুন, বালাসাহেব ঠাকরের ভূমিকায় সাবলীল নওয়াজউদ্দিন

ছবির পরিচালক কে?

পরিচালনায় নবাগত পরিচালক বিজয় রত্নাকর গুট্টে। প্রযোজনায় বোহরা ব্রাদার্স।

ছবির প্লট কি?

বইয়ের লেখা অনুসারে মনমোহন সিংয়ের নাকি নিজের ক্ষমতার ওপরে নিয়ন্ত্রন ছিলনা। তাঁকে সামনে রেখে সমস্তটা পরিচালনা করতেন সোনিয়া গান্ধি। এখন এটাই দেখার যে চিত্রনাট্য কতটা এই কথা বলে।

publive-image অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির কলাকুশলীরা।

কোন ভাষায় ছবিটা তৈরি?

ইংরাজি ও হিন্দি এই দুটি ভাষাতেই তৈরি হয়েছে অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার।

অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার কবে মুক্তি পাচ্ছে?

২০১৯ এর প্রথম দিকেই রিলিজ হওয়ার কথা এই ছবির।

অনুপম খের ছবিটা সম্পর্কে কি বলেছেন?

আগে অনুপম খের ছবিটা সম্পর্কে বলেছিলেন, ''ড. মনমোহন সিংকে আমি সম্পূর্ণ অভিনেতার দৃষ্টিকোণ থেকেই দেখতে চেয়েছি। বই আর চিত্রনাট্য তো ছিলই। ছয় মাস চরিত্রটার ওপর কাজ করেছি। যেহেতু ওঁনাকে এতবার দেখা গিয়েছে সেকারণে পর্দায় ফুটিয়ে তোলা যথেষ্ট কঠিন কাজ ছিল। বিশ্ব তাঁকে চেনে। তার অভিব্যক্তি,বাচনভঙ্গি, চলন সবটা নিয়ে চলা সবথেকে শক্ত ছিল। সেজন্য চরিত্রটাকে আমায় বুঝতে হয়েছে''।

Read the full story in English 

manmohon singh bollywood movie
Advertisment