The Bengal Files-Pallavi Joshi: 'ওঁরা ভয় পেয়েই ...', 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে মমতার সরকারকে তোপ বিবেক পত্নী পল্লবীর

The Bengal File Controversy: 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে এবার মুখ খুললেন সিনেমার সহ প্রযোজক পল্লবী যোশী। তাঁর সাফ জবাব, কোনও কারণে ভয় পেয়েছে বলেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে।

The Bengal File Controversy: 'দ্য বেঙ্গল ফাইলস' বিতর্কের মাঝে এবার মুখ খুললেন সিনেমার সহ প্রযোজক পল্লবী যোশী। তাঁর সাফ জবাব, কোনও কারণে ভয় পেয়েছে বলেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
cats

ক্ষোভ উগরে দিলেন পল্লবী

Pallavi Joshi-Vivek Agnihotri: বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি 'দ্য বেঙ্গল ফাইলস'। কলকাতায় ট্রেলার লঞ্চের অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। পরিচালকের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই মমতার সরকার ট্রেলার লঞ্চে বাধা দিয়েছে। তিলোত্তমার বুকে দাঁড়িয়ে এই ঘটনার তীব্র নিন্দা করেছে। পালটা বিঁধেছেন বাংলা ইন্ডাস্ট্রির সদস্যরা। সেই তালিকায় রয়েছেন ঋদ্ধি সেন থেকে ঋত্বিক চক্রবর্তী, প্রযোজক রাণা সরকারের মতো অনেকেই। অভিনেত্রী সঙ্ঘশ্রী সিনহা সোশ্যাল মিডিয়ায় বিবেকের বিরুদ্ধে মুখ খুলতেই প্রাণনাশের হুমকি পেয়েছেন। দ্য বেঙ্গল ফাইলসের অন্যতম অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় বিতর্ক এড়িয়ে বলেছেন, তিনি নাকি ছবির নাম পরিবর্তনের বিষয়ে অবগত ছিলেন না। যদিও তাঁর এই মতকে সমর্থন করেননি বিবেক। এই রকম পরিস্থিতিতে হিন্দুস্থান টাইমসকে সাক্ষাৎকার দিলেন বিবেক পত্নী ও দ্য বেঙ্গল ফাইলসের সহ-প্রযোজক পল্লবী যোশী।

Advertisment

তিনি অকপটে বলেন, 'কলকাতার ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা কোনও ভ্রান্ত ধারণা নিয়ে বাঁচি না। প্রতিরোধ হবে, সেটা অনুমান করেছিলাম। কিন্তু সত্যি বলতে কি, ভাবিনি পুলিশ পাঠানো হবে। যেমন বিবেকও বলেছেন, আমরা কি চোর নাকি? আচমকা এসে ট্রেলারের প্লাগ খুলে দেওয়াকে আমি আক্রমণ বলেই মনে করি। একজন শিল্পী হিসেবে আমি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত। ওঁরা কিছু একটা থেকে ভয় পাচ্ছে বলেই এমন ঘটনা ঘটিয়েছে।'

দ্য বেঙ্গল ফাইলস-এ ১৯৪০-এর অবিভক্ত বাংলায় ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসা, যেমন ১৯৪৬ সালের ডিরেক্ট অ্যাকশন ডে এবং নোয়াখালি দাঙ্গার মতো ঘটনাগুলি দেখানো হয়েছে। পশ্চিমবঙ্গে ছবির বিরোধিতা শুরু হয়েছে। বিবেকের দাবি, শাসক দল তৃণমূল কংগ্রেসের কয়েকজন সদস্য তাঁর ও প্রযোজকদের বিরুদ্ধে এফআইআর করেছেন। 

Advertisment

পল্লবীর মতে, এই বিরোধ আসলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, 'ছবিটা না দেখেই যদি মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা সম্পূর্ণ ভুল। আসলে ওরা কোনও কারণে ভয় পাচ্ছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে যখন সিনেমা তৈরি হয় বিশেষ করে কোনও অঞ্চলের প্রশাসনিক ব্যর্থতার কথা সামনে আসে তখন অনেকেরই অস্বস্তি হয়। রাজনৈতিক হস্তক্ষেপ করা হয়।'

আরও পড়ুন বিবেকের বিরুদ্ধে মুখ খুলতেই প্রাণনাশের হুমকি-কাজ হারানোর হুঁশিয়ারি, সঙ্ঘশ্রীর সাফ জবাব...

পরিচালক বিবেক অগ্নিহোত্রীর আগামী ছবি দ্য বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক তুঙ্গে। বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই যখন পরিচালককে একহাত নিয়েছেন তখন বিবেকের পাশে দাঁড়ালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়।  দ্য বেঙ্গল ফাইলস পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে মুক্তির জন্য রাষ্ট্রপতির দ্বারস্থ হয়েছে এই বর্ষীয়ান অভিনেতা। 

আরও পড়ুন পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে 'দ্য বেঙ্গল ফাইলস' মুক্তির আর্জি, রাষ্ট্রপতিকে আবেদন ভিক্টরের

তাঁর মতে, 'আমরা মনে করি যে পশ্চিমবঙ্গে এই ছবির প্রদর্শনও বন্ধ করে দেওয়া হতে পারে বা ইচ্ছাকৃতভাবে দমন করা হতে পারে। এ ধরনের পদক্ষেপ শুধু শিল্পের স্বাধীনতাকেই কেড়ে নেয় না বরং মানুষের সত্য জানার অধিকার এবং নিজেদের মত প্রকাশের অধিকারও কেড়ে নেয়। তাই ভারতের মাননীয় রাষ্ট্রপতির কাছে আবেদন জানাই যে ছবিটির প্রদর্শন যেন কোনও ভয় বা বাধা ছাড়াই শান্তিপূর্ণভাবে হয় এবং শিল্পী ও দর্শক সুরক্ষিত থাকে।'

kolkata Vivek Agnihotri