জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজে প্রধানমন্ত্রীর চরিত্রের অনুপ্রেরণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)! বিস্তর হইচই সোশ্যাল মিডিয়ায়। হচ্ছে, মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) অভিনীত 'The Family Man Season 2'র কথা। নির্ধারিত সময়ের ১ দিন আগেই মুক্তি পেয়েছে 'ফ্যামিলি ম্যান টু', যাকে ঘিরে দর্শকদের উন্মাদনার অন্ত নেই। সেখানেই বাঙালি প্রধানমন্ত্রীর ভূমিকায় সীমা বিশ্বাসের চরিত্রায়ণে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। অতঃপর প্রশ্নও উঠেছে দর্শকদের তরফে যে, পিএম বসুর (PM Basu) চরিত্র কি বাংলার মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরী?
প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) ফলাফলে বিজেপির (BJP) বিরুদ্ধে বাংলায় তৃণমূলের (TMC) 'ল্যান্ডস্লাইড ভিকট্রি'র পরই গোটা দেশজুড়ে রব উঠেছিল যে বিরোধীদলপ্রধানের মুখ কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়? তিনিই কি তাহলে পরবর্তী প্রধানমন্ত্রী পদে যোগ্য? অতঃপর সোশ্যাল মিডিয়াতেও #nextpmdidi বেজায় ট্রেন্ডিং হয়ে উঠেছিল। এবার সদ্য মুক্তিপ্রাপ্ত 'The Family Man Season 2' সেই জল্পনাকে আরও উস্কে দিল পিএম বসুর চরিত্রের মধ্য দিয়ে। কারণ, সেই চরিত্র নাকি হুবহু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো।
<আরও পড়ুন: অর্থাভাব, নেই খাবার! কলকাতায় বসেই রাজস্থানের প্রত্যন্ত অঞ্চলের গানের দলকে ‘সাহায্য’ ইমনের>
প্রথমত, বাঙালি মুখ্যমন্ত্রী। দ্বিতীয়ত, তাঁর কথা বলার ধরণ, সাজপোশাক, শরীরী ভাষায় মমতার সঙ্গে সাদৃশ্য খুঁজে পেয়েছেন দর্শকরা। অতঃপর সেই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়াজুড়ে প্রশ্ন উঠেছে, "তাহলে কি 'ফ্যামিলি ম্যান টু' সিরিজের নির্মাতারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই দেখতে চান প্রধানমন্ত্রী হিসেবে?"
উল্লেখ্য, জ্যোতি বসু (Jyoti Basu) প্রধানমন্ত্রী না হওয়ার আবেগ-অভিমান আজও বাঙালির মননে বিদ্যমান। 'The Family Man Season 2' অতীতের সেই না পাওয়া আবেগকেই আবারও একবার নাড়া দিল বাঙালি প্রধানমন্ত্রী পিএম বসুর চরিত্রের মধ্য দিয়ে। তবে চরিত্রের পদবীর মধ্য দিয়ে সেই বাসনা পূরণ হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই এখানে অনুপ্রেরণা বলে মনে করেছেন অনেকে।
<আরও পড়ুন: করোনা-লকডাউনের মাঝেই চুপিসারে ‘বিয়ে করলেন’ ইয়ামি গৌতম, পাত্র বলিউডের খ্যাতনামা পরিচালক>
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন