/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/the-sky-is-the-pink.jpg)
'দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক'-ছবির প্রথম পোস্টার।
অনেক প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক ছবি প্রথম লুক। ফার্স্টলুকে দেখা গেল ফারহান আখতার, রোহিত সারফ, জাইরা ওয়াসিম ও প্রিয়াঙ্কা চোপড়া সূর্যাস্তের দিকে মুখ করে রয়েছেন। ছবির ফার্স্টলুক শেয়ার করা হয়েছে টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের টুইটার হ্যান্ডেল থেকে।
''ছবিতে এক কিশোরি মেয়ে তার বাবা-মায়ের তীব্র, মর্মস্পর্শী ও উদ্দীপক রসায়ন বর্ণনা করেছে। এই অপ্রত্যাশিত, একটু অন্যরকম প্রেমের গল্প পরিচালক সোনালী বোস তৈরি করেছেন প্রয়াত ভারতীয় লেখক আইশা চৌধুরী ও পরিবার থেকে অনুপ্রাণিত হয়ে'', ছবির সারাংশ এই কথা বলে।
Shonali Bose’s THE SKY IS PINK, starring Zaira Wasim, Rohit Saraf, @PriyankaChopra Jonas, and Farhan Akhtar. #TIFF19https://t.co/5DTGj8UF95pic.twitter.com/EKX960DVrW
— TIFF (@TIFF_NET) July 23, 2019
আরও পড়ুন, নৃশংস ধর্ষণ আর মাংসের জন্য প্রাণী হত্যা, খুব আলাদা কী? সিনেমায় প্রশ্ন তুলছেন তথাগত
ছবিতে জাইরা ওয়াসিমকে দেখা যাবে আইশা চৌধুরীর ভূমিকা এবং প্রিয়াঙ্কা চোপড়া ও ফারহার আখতার রয়েছেন তাঁর বাবা-মায়ের চরিত্রে। আইশার ভাই ইশান চৌধুরির ভূমিকায় রয়েছেন রোহিত সরফ। ২০১৮র ৮ অগাস্ট শুরু হয়েছিল 'দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক' ছবি-র শুটিং এবং ২০১৯ সালের ১১ মার্চ শেষ হয়। তারপর থেকেই ছবির প্রথম ঝলকের অপেক্ষায় ছিলেন দর্শকরা।
রনি স্ক্রুওয়ালা, সিদ্ধান্ত রায় কাপুর এবং প্রিয়াঙ্কা চোপড়া প্রযোজনা করেছেন এই ছবির। ১১ অক্টোবর মুক্তি পেতে চলেছে 'দ্য স্কাই ইজ দ্য পিঙ্ক'।
Read the full story in English