Advertisment
Presenting Partner
Desktop GIF

চুলবুল 'রবিনহুড' পাণ্ডে, ফের পর্দায় সলমনের 'দাবাং' ঝড়

'দাবাং' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ইনস্টলমেন্টের প্রথম ঝলকেই দর্শকের মন কাড়ল সলমন খান। 'দাবাং থ্রি'-র প্রথম মোশন পোস্টারেই ফিরল চুলবুল রবিনহুড পাণ্ডে।

author-image
IE Bangla Web Desk
New Update
salman dubbang

সলমন খানের 'দাবাং থ্রি'-র প্রথম ঝলক।

চুলবুল পাণ্ডে অর্থাৎ সলমন খান ফের ফিরছেন পর্দায়। 'দাবাং' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ইনস্টলমেন্টের প্রথম ঝলকেই দর্শকের মন কাড়ল সলমন খান। 'দাবাং থ্রি'-র প্রথম মোশন পোস্টারেই ফিরল ভাইজানের চুলবুল রবিনহুড পাণ্ডে লুক। পোস্টারে নিজস্ব স্টাইলেই হেঁটে ক্যামেরার দিকে আসছেন সল্লুভাই এবং বলছেন, ''স্বওয়াগত তো করো হামারা (আমায় স্বাগত জানান)।''

Advertisment

যদিও আমরা তাঁর সেই বিখ্যাত সংলাপ আশা করেছিলাম, যেখানে তিনি বলছেন, ''স্বওয়াগত নেহি করোগে হামারা।'' আবহে বাজতে থাকে সেই ট্রেডমার্ক মিউজিক, যে টিউনেই 'দাবাং' ও 'দাবাং টু' ছবিতে তাঁর ম্যাজিক এন্ট্রি হয়েছিল। এই পোস্টারে গোঁফ থাকলেও সানগ্লাসটা নেই।

আরও পড়ুন, নিজের নামটাই বদলে ফেলতে হয়েছিল ভাস্বরকে

দাবাং থ্রি আসছে চলেছে খুব তাড়াতাড়ি। পোস্টার শেয়ার করে সলমন খান লিখেছেন, ''আসছি! চুলবুল রবিনহুড পাণ্ডে। ঠিক ১০০ দিন বাদে।'' ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও পোস্টার শেয়ার করেছেন টুইটারে।

প্রভুদেবার পরিচালনায় 'দাবাং থ্রি' মুক্তি পেতে চলেছে ২০ ডিসেম্বর। সোনাক্ষী সিনহা, সুদীপ, আরবাজ খান এবং মাহি গিল রয়েছেন এই ছবিতে। সলমনের চুলবুল পাণ্ডে চরিত্রটা নিয়ে আরবাজ খান ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে বলেছিলেন, ''আমি প্রথম দিনের শুটে ওকে দেখে অবাক হয়েছিলাম। দাবাং টু হয়ে গিয়েছে সাত বছর আগে, এর মধ্যে অনেক কাজ করে ফেলেছে সলমন। কিন্তু গোঁফটা লাগানোর সঙ্গে সঙ্গেই কেমন মূহুর্তে জীবন্ত করে তুলল চরিত্রটাকে।''

আরও পড়ুন, ছেলেদের ব্যাপারে আমার বিবেচনায় ভরসা ছিল না মায়ের: জাহ্নবী

তবে এই প্রথমবার দাবাং ফ্র্যাঞ্চাইজি মুক্তি পেতে চলেছে কন্নড়, তামিল ও তেলুগু ভাষায়।

Read the full story in English 

bollywood salman khan
Advertisment