/indian-express-bangla/media/media_files/2025/06/10/hgmtz4fYudZsIVeOCOGc.jpg)
চলে গেলেন কিংবদন্তি
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ইউটিউবার না ডং-হিউন–এর আকস্মিক মৃত্যুতে অনলাইন দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। ‘দ্য গ্রেট লাইব্রেরি’ ও ‘বাজবিন’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর মাত্র ৪৬ বছর বয়সে চলে গেলেন, রেখে গেলেন কোটি ভক্তকে।
২০১০ সালে অনলাইন ক্যারিয়ার শুরু করে না ডং-হিউন দক্ষিণ কোরিয়ার অন্যতম পথিকৃৎ স্ট্রিমার হয়ে ওঠেন। সময়ের সঙ্গে তিনি ইউটিউবে ১.৪৪ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার এবং ১.৫ বিলিয়নেরও বেশি ভিউ অর্জন করেন। মূলত গেমিং ভিডিও এবং লাইভ স্ট্রিমের মাধ্যমে তিনি ভক্তদের মন জয় করেছিলেন। মৃত্যুর কয়েকদিন আগেও তিনি পাঁচ ঘণ্টা দীর্ঘ লাইভ সেশন করেছিলেন। অনেকেই তাঁর কাজের প্রশংসা করেছিলেন সেদিন।
৬ সেপ্টেম্বর, ২০২৫ সকালে সিউলের গোয়াংজিন জেলায় তার বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নির্ধারিত এক বৈঠকে উপস্থিত না হওয়ায় খোঁজ শুরু হয় এবং পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করে যে কোনও ধরনের সহিংসতা বা আত্মহত্যার চিহ্ন নেই।
Badshah-Donald Trump: মার্কিন মঞ্চে বাদশার রাজনৈতিক রসিকতা, নিশানায় ডোনাল্ড ট্রাম্প
প্রথমদিকে মৃত্যুর কারণ নিয়ে নানা জল্পনা শুরু হলেও, প্রাক্তন স্ত্রী ও সহকর্মী কনটেন্ট ক্রিয়েটর লি চে-ওন জানিয়েছেন, ময়নাতদন্তে না ডং-হিউনের মৃত্যুর কারণ হিসেবে সেরিব্রাল হেমারেজ ধরা হয়েছে। তিনি ভক্তদের অনুরোধ করেছেন ভুয়ো গুজব না ছড়াতে এবং পরিবারকে শান্তিতে শোক পালনের সুযোগ দিতে।
South Korean YouTuber Na Dong-hyun, 46, was found dead at home on September 6, only two days after expressing sleep deprivation following his attendance at Seoul Fashion Week, sparking concerns over the pressures of content creation. pic.twitter.com/Qggt5z02JM
— Nyra Kraal (@NyraKraal) September 9, 2025
কনকুক ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শোকপ্রকাশ করেছেন ভক্তরাও। অনলাইন দুনিয়ায় প্রথম প্রজন্মের একজন কিংবদন্তি হিসেবে না ডং-হিউনকে তাঁরা চিরকাল মনে রাখবেন, এমনটাই জানিয়েছেন তাঁরা।