The Irishman on Netflix: নেটফ্লিক্সের ছবি ও সিরিজগুলির ভিউ কেমন, সেই সংক্রান্ত পরিসংখ্যান সম্প্রতি প্রকাশ্যে আনতে শুরু করেছে সবচেয়ে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম। মার্টিন স্করসেসি-র ছবি 'দ্য আইরিশম্যান' স্ট্রিমিংয়ের প্রথম সপ্তাহেই রেকর্ড সংখ্যক ভিউ পেয়েছে, এমনটাই জানা গিয়েছে সংবাদসংস্থা এপি-র সূত্রে।
ওটিটি প্ল্যাটফর্মের সাম্প্রতিক পরিসংখ্য়ান অনুযায়ী, স্ট্রিমিংয়ের সাতদিনের মধ্যেই ২ কোটি ৬০ লক্ষ মানুষ এই ছবি দেখেছেন। তবে এর মধ্যে সেই সব ভিউগুলিও ধরা হয়েছে যেখানে ভিউয়ার সাড়ে তিন ঘণ্টার এই ক্রাইম এপিকটির ৭০ শতাংশ দেখেছেন। এই পরিসংখ্যান নেটফ্লিক্সের নিজস্ব, নেটফ্লিক্স তার প্রত্যেকটি সিরিজ ও ছবির ভিউয়ারশিপ প্রতিনিয়ত ট্র্যাক করে। তার মধ্যে বিশেষ কয়েকটির তথ্য প্রকাশ্যে আনে।
আরও পড়ুন: ডিসেম্বরে নজরে যে ৫টি বাংলা-হিন্দি-ইংরেজি ওয়েব সিরিজ
'দ্য আইরিশম্যান' নিয়ে সারা পৃথিবীর দর্শকের মধ্যেই অত্যন্ত আগ্রহ রয়েছে কারণ এটি স্করসেসি-র ছবি, আন্তর্জাতিক সিনেমার সেরা পুরস্কারগুলির সবকটিই রয়েছে যাঁর ঝুলিতে। 'পাম ডিঅর', 'কান ফিল্ম ফেস্টিভাল বেস্ট ডিরেক্টর', 'অস্কার', 'সিলভার লায়ন', 'গ্র্যামি', 'এমি', 'গোল্ডেন গ্লোব', 'বাফতা' এবং 'ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা'-- এই সবকটিই শোভা পায় তাঁর শেলফে। তাঁকে অন্যতম সেরা ক্রাইম ও থ্রিলার ছবির পরিচালক বলে মনে করা হয়। 'ট্যাক্সি ড্রাইভার', 'ক্যাসিনো', 'কেপ ফিয়ার', 'গ্যাংগস অফ নিউ ইয়র্ক', 'দ্য ডিপার্টেড', 'শাটার আইল্যান্ড', 'দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট' ছাড়াও অত্যন্ত উল্লেখযোগ্য স্করসেসি নির্মিত দুটি রিলিজিয়াস এপিক ছবি-- 'দ্য লাস্ট টেম্পটেশন অফ ক্রাইস্ট' ও 'সাইলেন্স'।
তাই স্করসেসি-র 'দ্য আইরিশম্যান' নিয়ে সারা পৃথিবীর চলচ্চিত্রমোদীদের মধ্যে বিপুল আগ্রহ থাকাটাই স্বাভাবিক। 'দ্য আইরিশম্যান'-এ স্করসেসি জুটি বেঁধেছেন তাঁর পুরনো বন্ধু রবার্ট ডি নিরো-র সঙ্গে যিনি এই ছবির সহ-প্রযোজক। এটিও একটি এপিক ক্রাইম ছবি যার মুখ্য চরিত্রে রয়েছে রবার্ট ডি নিরো, আল প্যাচিনো এবং জো পেসি। এই ছবিটি আগামী বছরের অস্কারের প্রতিদ্বন্দ্বিতায় তো রয়েছে বটেই, পাশাপাশি সোমবারই ঘোষণা করে হয়েছে যে পাঁচটি গোল্ডেন গ্লোব নমিনেশন পেয়েছে এই ছবি। গত সপ্তাহেই নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কল ও ন্যাশনাল বোর্ড অফ রিভিউ 'দ্য আইরিশম্যান'-কে বছরের সেরা ছবি হিসেবে ঘোষণা করেছে।