"রাজনৈতিক চাপেই কাশ্মীর ফাইলস আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়..", বিস্ফোরক কথা বলে ফেললেন ইজরায়েলি পরিচালক নাভাদ লাপিড, যিনি কিনা এবার IFFI-এক জুড়ি বোর্ডের প্রধানও ছিলেন।
ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে বিতর্ক তুঙ্গে। আলোচিত তথা বিতর্কিত এই সিনেমাকে প্রকাশ্যেই ধুয়ে দিয়েছিলেন ফিল্ম ফেস্টিভ্যালের জুরি বোর্ডের প্রধান তথা খ্যাতনামা ইজরায়েলি পরিচালক নাভাদ লাপিড। বলেন, “কাশ্মীর ফাইলস অত্যন্ত অশ্লীল এবং প্রচারমূলক একটা ছবি।” ব্যস, এরপর থেকেই বিতর্ক তুঙ্গে। সিনেমার টিমের তরফে ক্রমাগত আক্রমণ করা হয় নাভাদকে। চাপের মুখে পড়ে শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হলেও এবার হাটে হাঁড়ি ভাঙলেন ইজরায়েলি পরিচালক।
এক সাক্ষাৎকারে নাভাদ লাপিডের মন্তব্য, "আমরা জানতে পারি যে, আন্তর্জাতিক ভারতীয় ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগীতায় আসলে রাজনৈতিক চাপেই কাশ্মীর ফাইলস ঢোকানো হয়েছে। ছবিটা সত্যিই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি হয়েছে। তাই বাইরের দেশের নাগরিক হয়ে আমার মনে হয়েছে যে, যআ দেখেছি বা সিনেমাটা দেখে অনুভব করেছি সেটা বলা দরকার। আমার দায়িত্ব। তবে আমার একার নয়, জুরি বোর্ডে থাকা অন্য সদস্যদেরও ঠিক একইরকম মনে হয়েছে। তবে তাঁরা ভীত, সন্ত্রস্ত তাই প্রকাশ্যে মুখ খোলেননি।"
<আরও পড়ুন: ‘কাশ্মীর ফাইলস অনেকের গলার কাঁটা’, মত অনুপমের, ‘কুৎসিত’ ফোড়ন কাটলেন স্বরা!>
এখানেই অবশ্য থামেননি ইজরায়েলি পরিচালক। নাভাদ এও মন্তব্য করেন, "খারাপ সিনেমা তৈরি করা কোনও অপরাধ নয়, কিন্তু জেনেবুঝে এরকম উদ্দেশ্যপ্রণোদিতভাবে হিংসার প্রচার করাটা ভীষণই খারাপ।" উল্লেখ্য, বিজেপির হয়ে 'কাশ্মীর ফাইলস'-এর প্রচার করার অভিযোগ উঠেছিল এর আগে। এমনকী গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরাও এই সিনেমার হয়ে প্রচারের ময়দানে নেমেছিলেন। অতঃপর রাজনৈতিক চাপের কথা বলে যে, ইজরায়েলি পরিচালক সোজাসুজি কেন্দ্রীয় সরকারের দিকেই তোপ দাগলেন, তা বলাই বাহুল্য।
প্রসঙ্গত, রিলিজের পর থেকে যেমন বক্স অফিসে দৌড়েছে এই ছবি, ঠিক তেমনই গেরুয়া শিবিরের হয়ে প্রচারের অভিযোগও উঠেছে এর বিরুদ্ধে। আর এবার ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে আরও একবার আলোচ্য বিষয় হয়ে উঠল ‘দ্য কাশ্মীর ফাইলস’। নাভাদ পাশাপাশি এও জানান যে, প্রকাশ্যেই কাশ্মীর ফাইলস-এর মুখোশ খুলে দেওয়ায় তাঁর ইমেল, ইনবক্সে প্রচুর ভারতীয়র মেসেজ ঢুকেছে। এবং তাঁরা প্রত্যেকেই সমর্থন করেছেন তাঁকে।