কোটি কোটি টাকার খেলা। বিতর্কের পরেও লক্ষীলাভ দ্যা কেরালা স্টোরির। একদিকে যখন সারাদেশে রমরমা এই ছবির তখনই পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করা হয়েছে এই ছবি। সেই নিয়েও সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীকে। সেখানেই, দেশ কাঁপাচ্ছে এই ছবি।
টেক্কা দিয়েছে নানা নামজাদা অভিনেতার ছবিকেও। অজয় দেবগণের ভোলা এবং কার্তিক আরিয়ানের ছবি শেহজাদাকেও টেক্কা দিয়েছে এই ছবি। দুই সপ্তাহেই ১০০ কোটির ব্যবসা… সাফল্যের চুড়ায় এই ছবি। বিশেষ করে দ্বিতীয় রবিবারে, এই ছবি আরও বেশি করে ছক্কা হাঁকিয়েছে। রবিবার প্রায় ২৩ কোটির ব্যবসা করেছে দ্যা কেরালা স্টোরি। সবমিলিয়ে ১৩৬ কোটির গ্রোথ।
আরও পড়ুন < কাল হল ছবিই! ভয়ঙ্কর দুর্ঘটনায় কেরালা স্টোরির অভিনেত্রী এবং পরিচালক >
এই ছবি নিয়েই বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও, হিন্দিভাষার রাজ্যগুলির প্রায় ৫৬% জুড়ে রয়েছে এই ছবি। আশা কড়া যাচ্ছে, খুব শীঘ্রই এই ছবি রণবীর কাপুরের ছবিকেও ধরে ফেলবে। অফবিট সিনেমা হলেও দ্যা কাশ্মীর ফাইলসের মত দিন দিন এই ছবির রেশ ছড়িয়ে পরছে। ২০০ থেকে ২৫০ কোটির ব্যবসাও করতে পারে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, এই ছবি নিয়ে নানা মন্তব্য করছেন অনুরাগীরা। কেউ বলছেন, ছবিটি থেকে অনেককিছু শেখার আছে, আবার কেউ বলছেন, একবার দেখতে বসেই মাথা ঝনঝন। তবে, আদা শর্মা অভিনেত্রী হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন। বাস্তবতাকে তুলে ধরে এই ছবি। অভিনেত্রী আদা শর্মা জানিয়েছিলেন, যারা ভাবছেন এটা মিথ্যে, তাঁরা গুগলে খুঁজে দেখলেই জানতে পারবেন সত্যিটা।