ভারতীয় বক্স অফিসে ওপেনিংয়েই বেশ ভাল অঙ্কের ব্যবসা করল 'দ্য নান'। কোরিন হার্ডির ছবি তৃতীয় সপ্তাহের শেষে আয় করল ২৮.৫০ কোটি টাকা। এবং 'দ্য নানের' জন্যই বক্স অফিসে নিজেদের জায়গা করতে লড়াই করতে হচ্ছে সদ্য মুক্তিপ্রাপ্ত বলিউড ছবিগুলোকে। কনজিউরিং ফ্র্যানঞ্চাইজির এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তায়িসা ফারমিগা ও ডেমিয়্যান বিছির। দ্য নান- কনজিউরিং টুয়ের শয়তানকে নিয়েই তৈরি।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন ছবির ব্যবসার অঙ্ক।
শুধুমাত্র ভারতীয় বক্স অফিসে নয়, মার্কিন মুলুকেও রেকর্ড ব্যবসা করেছে এই ছবি। 'দ্য কনজিউরিংয়ের' ওপেনিং রেকর্ড ভেঙেছে, এবং ব্যবসা করেছে ৫৩.৫ মিলিয়ন ডলার। 'দ্য কনজিউরিং' ব্যবসা করেছিল ৪১.৮ মিলিয়ন ডলার। দ্য কনজিউরিং সিনেম্যাটিক ইউনিভার্সের পঞ্চম ছবি 'দ্য নান'। 'অ্যানাবেলের' পরের ভাগ হিসেবে দেখানো হয়েছে এই ছবি।
আরও পড়ুন, কনজিউরিং সিরিজের বক্সঅফিস রিপোর্ট
ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শালিনি শাঙ্গার এই ছবি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছিলেন। তিনি বলেন, ''নরক, শয়তানি শক্তি, স্বর্গ, পিশাচ, অন্ধকার সময়, ক্রাইস্টের রক্ত এই ছবির ক্ষেত্রে ভীষণ সাধারণ বিষয়। তবে ছবিতে ফ্রেঞ্চম্যানকে যেন শুধু শুধু রাখা হয়েছে।" প্রসঙ্গত, 'অ্যানাবেল: ক্রিয়েশনের' পোস্ট ক্রেডিট দৃশ্যেও দেখা গিয়েছিল নানকে। আবার এই ছবিতে ফিরে এসেছেন তিনি। ছবির পোস্টার, ট্রেলার আগেই 'দ্য নান' সম্পর্কে একটা ধারনা দিয়েছিল। এখন বক্স অফিস রিপোর্টও বলছে ভালই হয়েছে কনজিউরিং সিরিজের এই ছবি।