scorecardresearch

রাস্তায় স্টোনম্যান, কলকাতায় অলিতে গলিতে আতঙ্ক

স্টোনম্যানের আর্বিভাবে শিহরিত হয়েছিল তিলোত্তমা। তিরিশ বছর পর সেই কাহিনিই চিত্রনাট্যের রূপ নিচ্ছে। হইচইয়ে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘দ্য স্টোনম্যান মার্ডারস’।

swastika
'দ্য স্টোনম্যান মার্ডার' – সিরিজ আসছে হইচইয়ে।

সালটা ১৯৯০। এক অজানা ভয় গ্রাস করেছিল শহর কলকাতাকে। কার কখন মাথা থেঁতলে মৃত্যু হচ্ছে, কেন হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। পুলিশ এই রহস্যাবৃত খুনির নাম দিয়েছিল ‘স্টোনম্যান’। স্টোনম্যানের আর্বিভাবে শিহরিত হয়েছিল তিলোত্তমা। তিরিশ বছর পর সেই কাহিনিই চিত্রনাট্যের রূপ নিচ্ছে। হইচইয়ে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘দ্য স্টোনম্যান মার্ডারস’।

সম্প্রতি মুক্তি পেল সেই সিরিজের ট্রেলার। গোটা সিরিজ জুড়েই রয়েছে রহস্যের বেড়াজাল। রাস্তায় খুন হয়ে যাচ্ছে সাধারণ মানুষ। খুনের পদ্ধতি একই মাথা থেঁতলে দেওয়া হয়। অপরাধী কে বুঝতে না পেরে হয়রান পুলিশও। এমতবস্থায় এক সাংবাদিকের হাতে আসে স্টোনম্যানের ডায়েরি। সেই ডায়েরির পাতায় গোটা গোটা অক্ষরে লেখা ‘প্রত্যাঘাত’। কিন্তু কেন? সেই প্রশ্নেরই জবাব দেবে এই সিরিজ।

আরও পড়ুন, নৃশংস ধর্ষণ আর মাংসের জন্য প্রাণী হত্যা, খুব আলাদা কী? প্রশ্ন তুলছেন তথাগত

সিরিজের ঝলকে স্টোনম্যান বলে আপাতভাবে যাকে মনে হচ্ছে সেই আসলে অপরাধী কিনা তা জানতে অবশ্য অপেক্ষা করতে হবে ২ অগাস্ট পর্যন্ত। ওয়েব সিরিজের পরিচালনা করেছেন এজাজ সৈয়দ, চিত্রনাট্যকার অমিতাভ ভট্টাচার্য।’দ্য স্টোনম্যান মার্ডারস’-এ অভিনয় করেছেন রজতাভ দত্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, রূপঙ্কর বাগচীর মতো অভিনেতারা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: The stoneman murders hoichoi new series swastika mukherjee rajatava rupankar