Neetu Kapoor-Jeetendra Romance: সিনেমার পর্দায় চরিত্রই শেষ কথা। নায়ক-নায়িকার মধ্যে বয়সের পার্থক্য যতই থাকুক না কেন চিত্রনাট্যের প্রয়োজনে তাঁদেরকেই জুটি বাঁধতে হয়। এমনও হয়েছে পর্দায় নায়িকা যে নায়কের সঙ্গে রোম্যান্সে মত্ত বাস্তবে হয়ত তাঁকে কাকু বলে সম্বোধন করেন। ঠিক এমন ঘটনাই ঘটেছিল রণবীর কাপুরের মা নীতু কাপুরের সঙ্গে। জীতেন্দ্রর সঙ্গে ধরম ভীর ছবিতে অভিনয়ের সময় এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন নীতু। ১৯৭৭ সালে পর্দায় যখন জীতেন্দ্র-নীতুর প্রেমে মজে দর্শক তখন ক্যামেরার সামনে অভিনেত্রী ভাবছেন, তিনি তো জীতেন্দ্রর থেকে ১১ বছরের ছোট। কাকু বলে ডাকেন। ওই ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন জিনাত আমন, ধর্মেন্দ্র।
কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের আগে জীতেন্দ্রর সঙ্গে ১৯৬৯ সালে ওয়ারিস-এ একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন। তখন অন স্ক্রিনে জীতেন্দ্রকে কাকু বলেই সম্বোধন করেছিলেন নীতু কাপুর। এরপর যখন রোম্যান্টির জুটি হিসাবে ক্যামেরার সামনে অভিনয় করছিলেন স্বাভাবিকভাবেই একটা অস্বস্তিবোধ হয়েছে। সেই সময় অবশ্য জীতেন্দ্র নীতুর পাশে দাঁড়িয়েছেন। তাঁকে বুঝিয়েছেন একজন পেশাদার অভিনেত্রীকে সবরকম পরিস্থিতিতে কাজ করতে জানতে হয়। দর্শকের সামনে সেরা পারফরম্যান্স দেওয়াই একজন শিল্পীর মূল লক্ষ্য হওয়া উচিত সেটাই বুঝিয়েছিলেন জীতেন্দ্র। নীতু কাপুরও বিষয়টি বুঝেছিলেন। বাস্তবে যাই সম্পর্ক হোক না কেন, পর্দায় চরিত্রকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছিলেন। যার ফলস্বরূপ বক্স অফিসে ছবিটি দারুণ ব্যবসা করেছিল।
প্রসঙ্গত, এই ছবিটি শুধুমাত্র ভারতীয় বক্স অফিসের ব্যবসায় সফল হয়েছিল তা নয়, পৃথিবীর বিভিন্নপ্রান্তে সুপারহিট ছবির তকমা পেয়েছিল ধরম ভীর। বিশ্বজুড়ে তিন কোটির বেশি টিকিট বিক্রি হয়েছিল। প্রসঙ্গত, গতবছর ৫০ তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করছেন জীতেন্দ্র। ৮২- এ ফের মালাবাদল করেছেন বলিউডের এককালীন বিশিষ্ট অভিনেতা জিতেন্দ্র। পরিবার, কাছের মানুষ, বন্ধুবান্ধব নিয়ে ঘরোয়া অনুষ্ঠানেই হয়েছে মালাবদল। বিদ্যা বালানের ডার্টি পিকচর-এর পপুলার গান 'Oo Lala'-র তালে গার্লস গ্যাংয়ের জমিয়ে নেচেছেন জিতেন্দ্রর মেয়ে।
মালাবদলের সময় জিতেন্দ্র-শোভা দুজনেই লাজুক হেসে যেন ফিরে গিয়েছিলেন সেই পুরনো দিনে। মালাবদলের সময় মজা করে মাথা সরিয়ে নিচ্ছিলেন যাতে শোভা একবারে পরাতে না পারেন, ঠিক যেমন বিয়ের মন্ডপে করেছিলেন। সেই সময় সেলেব কাপলের উপর হয়েছে পুষ্পবৃষ্টি। স্পেশ্যাল কেক কেটে ৫০ তম বিবাহবার্ষিকী সেলিব্রেট করেছেন জিতেন্দ্র-শোভা। ৫০টা বছর একসঙ্গে কাটানোর পর সেই বিশেষ দিনের নস্ট্যালজিয়ায় ভেসে মালাবদল করেছেন তারকা দম্পতি। সমাজমাধ্যমের পাতায় মা-বাবার জীবনের সেই বিশেষ মুহূর্তটাকে সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন একতা কাপুর।
আরও পড়ুন ৮২-তে ফের মালাবদল জিতেন্দ্রর, ভিডিও শেয়ার করলেন একতা কাপুর