Bollywood: পতিতাবৃত্তি থেকে অর্থ উপার্জন করতেন! আদালতে বিচারকের সম্মুক্ষে ভয়ঙ্কর স্বীকারোক্তি অভিনেত্রীর..

যশ চোপড়ার পরিচালনাতেও তিনি প্রথম নায়িকা ছিলেন। তার অভিব্যক্তিপূর্ণ চোখ ও দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল, এবং সেই সময়ের বহু কালজয়ী গানে তাকে দেখা গেছে।

যশ চোপড়ার পরিচালনাতেও তিনি প্রথম নায়িকা ছিলেন। তার অভিব্যক্তিপূর্ণ চোখ ও দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল, এবং সেই সময়ের বহু কালজয়ী গানে তাকে দেখা গেছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mala

কে এই অভিনেত্রী?

বলিউড তারকাদের জীবন বাইরে থেকে যতই গ্ল্যামারাস মনে হোক, বাস্তব জীবনে তাদের জীবনে লুকিয়ে থাকে নানা অন্ধকার অধ্যায়। বিশেষ করে অতীতের দিনে, যখন অভিনেতা-অভিনেত্রীদের কোনও জনসংযোগ দল ছিল না, বা নিজের ভাবমূর্তি পরিচালনার কোনও কৌশল ছিল না। তখন একটিমাত্র ভুলই তাদের ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারত। ঠিক এমনই এক ঘটনা ঘটে গিয়েছিল জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহার জীবনে।

Advertisment

‘পিয়াসা’, ‘ধুল কা ফুল’, ‘গুমরাহ’, ‘আঁখে’র মতো একাধিক হিট ছবির জন্য খ্যাত মালা ১৯৫০-এর দশকে খ্যাতি অর্জন করেন। ৬০ এবং ৭০-এর দশকে তিনি ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় মুখ। গুরু দত্ত, ধর্মেন্দ্র, শশী কাপুর, মনোজ কুমারসহ তৎকালীন শীর্ষ অভিনেতাদের সঙ্গে কাজ করেছিলেন তিনি। যশ চোপড়ার পরিচালনাতেও তিনি প্রথম নায়িকা ছিলেন। তার অভিব্যক্তিপূর্ণ চোখ ও দুর্দান্ত অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল, এবং সেই সময়ের বহু কালজয়ী গানে তাকে দেখা গেছে।

Sreelekha Mitra Exclusive: 'বিচার ব্যবস্থার সকলে তো TMC-দ্বারা নিয়ন্ত্রিত...', শাসকদলের বিরুদ্ধে বড় জয় শ্রীলেখার?

Advertisment

কিন্তু ১৯৭৮ সালে ঘটে এক অঘটন। মালা আদালতে স্বীকার করেন যে তিনি পতিতাবৃত্তি থেকে অর্থ উপার্জন করেছেন। যদিও বাস্তবে এ অভিযোগ ছিল মিথ্যা। প্রবীণ অভিনেত্রী তাবাসসুম এক সাক্ষাৎকারে সেই ঘটনা তুলে ধরেন। তিনি জানান, মালা এক সময় বলেছিলেন- “আমি চলচ্চিত্র থেকে প্রচুর অর্থ উপার্জন করেছি, সাদা আর কালো- দুইভাবেই।” মালা স্বীকার করেছিলেন, তার বাবা কালো টাকা হিসেবে প্রায় ১২ লক্ষ টাকা বাড়ির বাথরুমে লুকিয়ে রেখেছিলেন। পরে আয়কর বিভাগ তা জেনে হানা দিয়ে টাকা উদ্ধার করে। এই ঘটনায় ভীষণভাবে ভেঙে পড়েন অভিনেত্রী।

পরিস্থিতি সামাল দিতে মালার বাবা আদালতের দ্বারস্থ হন এবং টাকা ফেরতের দাবি জানান। কিন্তু আইনজীবীরা স্পষ্ট বলেন- কালো টাকা ফেরত পাওয়া সম্ভব নয়। একমাত্র উপায়, মালা আদালতে গিয়ে স্বীকার করবেন যে চলচ্চিত্রের বাইরেও তার আয়ের উৎস রয়েছে।

অবশেষে টাকার জন্য মালাকে আদালতে মিথ্যা স্বীকারোক্তি দিতে হয়। তিনি বলেন, "আমি আদালতে সেই কথা বলেছিলাম, আর তাই আমার টাকা ফেরত পাই। কিন্তু সারাজীবন এই অনুশোচনা রয়ে গেছে। যে আমি এমন কিছু মেনে নিয়েছিলাম, যা আমি করিনি।" এই কেলেঙ্কারির পর মালা সিনহার কেরিয়ার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধীরে ধীরে তিনি সিনেমা থেকে দূরে সরে যান।

Bollywood Actor Entertainment News Today