আমির খান ও অমিতাভ বচ্চনের ছবি ঠাগস অফ হিন্দোস্থানকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে ছবির ব্যবসার জন্য। প্রায় ১৫ দিন হতে চলেছে কিন্তু ভাগ্যের চাকা ঘুরছে না। ১৫০ কোটির অঙ্ক ছুঁতেই কালঘাম বেরোনোর জোগাড় তাদের। এখনও পর্যন্ত এই ছবি আয় করেছে ১৪৭.৩০ কোটি টাকা। বিজয় কৃষ্ণ আচারিয়ার এই ছবি প্রথম থেকেই ধুঁকছিল। দীপাবলিতে মুক্তি, আমির-অমিতাভের মতো অভিনেতা, ভিএফএক্স -কোনটাই কাজ করেনি অঙ্কের হিসাব মেলাতে।
সম্প্রতি ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করেছেন ঠাগস অফ হিন্দোস্থানের দুসপ্তাহের আয়। সঙ্গে এও বলেছেন, আয়ুষ্মান খুরানার বধাই হো ছবিকেই বেশি পছন্দ করছেন দর্শক।
আরও পড়ুন, গ্রামে সওয়ার বরুণ-অনুষ্কার সুই-ধাগা
ইন্ডিয়ান এক্সপ্রেসের চলচ্চিত্র সমালোচক শুভ্রা গুপ্তাও এই ছবির নেতিবাচক রিভিউই দিয়েছেন। তিনি লেখেন, ''ঠাগস অফ হিন্দোস্থান শোনার পরই মননে আসে ঠগীদের দৌরাত্ম্য ও দেশপ্রমের এক অমোঘ কল্পচিত্র। কারণ ছবির নামটাই তো সেরকম। আর আপনি ছবি তৈরিতে সামান্য গুণমানও বিচার করবেন। শুধুমাত্র অতীতের ছবি, সিনের রেফারেন্স মেলানো নয়, শেষ পর্যন্ত আপনার সংগ্রাম রয়ে যাবে জীর্ণতা আর বিরক্তির সঙ্গে। হ্যাঁ! বিশাল আকারে ঠকতে হবে দর্শকদের। ছবিতে স্থলে ও জলে তলোয়ার যুদ্ধ রয়েছে। নাটুকে সম্মুখসমর রয়েছে আমির খান ও অমিতাভ বচ্চনের মধ্যে। আমির ও ক্যাটরিনার মধ্যে উষ্ণ কথোপকথন রয়েছে। আর রয়েছে ক্যাটরিনার চিরাচরিত লোভনীয় নাচের দৃশ্য, সঙ্গে হাস্যকর সংলাপ। না এখানে ক্যাটের নাম শীলা নয়। একমাত্র সহ্য করা যাচ্ছে আমির খানকে, যিনি আশেপাশে থাকলে ছবিটা তবুও দেখা যাচ্ছে। বাকিটা ‘আই রোল’ আর ‘আই গ্লেজের’ বিরামহীন সংমিশ্রণ''। যশ রাজ ফিল্মসের ব্যানারে এই ছবিতে অভিনয় করেছেন ফতিমা সানা শেখ ও ক্যাটরিনা কাইফও।
Read the full story in English