টাইগার শ্রফের ছবি মানেই প্রচুর অ্যাকশন থাকবে আর থাকবে টাইগারের প্রচুর কষ্ট করে তৈরি করা শার্টবিহীন চেহারার শো-অফ। 'বাগী থ্রি' ট্রেলারে দুটোই রয়েছে। অর্থাৎ সিনেমাতেও এই দুটি ইউএসপি গুচ্ছ গুচ্ছ দেখতে পাবেন দর্শক। টাইগার ছাড়া মুখ্য চরিত্রে রয়েছে রীতেশ দেশমুখ, শ্রদ্ধা কাপুর ও অঙ্কিতা লোখান্ডে।
Advertisment
এই ছবিটি ২০১২ সালের তামিল ছবি 'ভেট্টাই'-এর হিন্দি রিমেক বলেই শোনা গিয়েছে। এর আগের দুটি 'বাগী'-তে সম্পূর্ণ আলাদা দুটি গল্প দেখেছিলেন দর্শক। দ্বিতীয় ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন দিশা পাটনি। তৃতীয় কিস্তিতে ফিরেছেন প্রথম 'বাগী'-র নায়িকা শ্রদ্ধা কাপুর।
ছবির গল্পটা এই রকম যে টাইগার ও রীতেশ দুই ভাই। রীতেশ বয়সে বড় হলেও দাদাকে আগলে রাখার সব দায়িত্ব নিয়েছে ছোট ভাই। এদেশের সিনেমা হল হোক বা সুদূর সিরিয়া-- সবখানেতেই দাদাকে রক্ষা করতে অবিশ্বাস্য সব স্টান্ট দিয়ে হাজির হবে ছোট ভাই। কীভাবে, তা দেখে নিতে পারেন নীচের লিঙ্কে ক্লিক করে--
সমস্যা একটাই। মধ্য এশিয়ার দেশগুলিতে রাজনৈতিক পরিস্থিতি, জিওপলিটিক্স, বিগত ২০-৩০ বছরের এই অঞ্চলের রাজনৈতিক ইতিহাস ইত্যাদি সম্পর্কে যাঁদের কোনও ধারণা নেই, তাঁরা এই ধরনের ছবিগুলি দেখে অনেক সময়েই বিভ্রান্ত হয়ে পড়েন। এই জাতীয় অ্যাকশন-সমৃদ্ধ ছবিতে কখনওই রাজনৈতিক বিষয়গুলির গভীরে যাওয়া হয় না। তার উপর রয়েছে জাতীয়তাবাদী অনুভূতিতে সুড়সুড় দেওয়ার প্রবণতা।
আগামী ৬ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। পরিচালক আহমেদ খান ও প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ছবিতে প্রচুর সিজিআই ব্যবহৃত হয়েছে তা ট্রেলারেই বুঝেছেন দর্শক। বাকি ছবিটা কেমন দাঁড়াবে তা বোঝা যাবে এক মাস পরে।