/indian-express-bangla/media/media_files/2024/12/26/uynyyC5NsW96s9oMHYkl.jpg)
বাঙালি কন্যার শরীরী বিভঙ্গে ক্লিন বোল্ড নেটপাড়া
Tithi Basu Photos: একটা বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ছিল মা। এটি ছিল আট থেকে ৮০ সকলের পছন্দের সিরিয়াল। আর সেই মা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিথি বসু। শিশু শিল্পী হিসাবে ঝিলিকের ছোটবেলার চরিত্রে মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিথি। একগুলো বছর পরও আজও তাঁর জনপ্রিয়তা এতটুকু ফিকে হয়নি।
বরং, আপামর ছোট পর্দার দর্শকের স্মৃতিতে চাঙ্গা মা ধারাবাহিকের ঝিলিক চরিত্রটি। ধারাবাহিক শেষ হওয়ার বেশ কয়েক বছর পরও চর্চায় রয়েছে মা সিরিয়ালের ঝিলিক ওরফে তিথি বসু। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় টেলি অভিনেত্রী। এখন তো আবার ফুড ব্লগার হিসাবেও কাজ করছেন। ক্রিসমাসের মরসুমে অফ সোলডার গাউনে সোশ্যালে উষ্ণতার পারদ চড়ালেন তিথি।
সাদা-কালো আবহে ভিন্ন আঙ্গিকে বেশ কয়েকটি সেলফি পোস্ট করেছেন। কখনও মিরর সেলফি তো কখনও আবার শরীরী বিভঙ্গে মাত দিয়েছেন। ছোট্ট পোশাকে উঁকি দিচ্ছে বক্ষবিভাজিকা। ক্রিসমাসে উৎসবের মরসুমে তিথি বসুর সেলফি ম্যানিয়া কিন্তু, সুপারহিট।
বড়দিনে শহরের বাইরে রয়েছেন তিথি। ছবি পোস্ট করে ক্যাপশনে সে কথা নিজেই জানিয়েছেন মা ধারাবাহিক খ্যাত এই অভিনেত্রী। লাভ ইমোজি দিয়ে ছবির ক্যাপশনে লেখা মেরি ক্রিসমাস। আর লোকশন মন্দারমণির শের-ই-বেঙ্গল। তাপমাত্রার পারদ কমলেও তিথির লুকে যেন উষ্ণতার হাতছানি।
কমেন্ট বক্সজুড়ে মিশ্র প্রতিক্রয়া। কেউ তাঁর লুকের তারিফ করেছেন তো কারও আবার তিথির বোল্ডনেসে আপত্তি জানিয়েছেন। উল্লেখ্য, হট অ্যান্ড বোল্ড অবতারে অতীতেও সোশ্যালে আগুন ধরিয়েছেন তিথি। তেমনই আবার হয়েছেন ট্রোলের শিকার। প্রসঙ্গত, মা ধারাবাহিকের ঝিলিক তাঁর জন্মদিনের রঙিন মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন।
প্রি-বার্থডে থেকে পোস্ট বার্থডে সেলিব্রেশনের ছবিতে ভরপুর তিথির ইনস্টা হ্যান্ডেল। এক হাতে পানীয়ের বোতল আর অন্য হাতে কেক নিয়ে জন্মদিন পালন করেছেন তিথি বসু। কখনও গাড়ির সামনে ক্যামেরায় কেত তো কখনও বিছানায় বসে পোজ, সবমিলিয়ে জন্মদিন নিঃসন্দেহে ছিল জমজমাট।