Advertisment
Presenting Partner
Desktop GIF

দুস্থ বৃদ্ধার চিকিৎসার ব্যায়ভার নিলেন দেব, সাংসদের মানবিকতায় মুগ্ধ অনুরাগীরা

গতবার লকডাউনের সময় থেকেই নিঃশব্দে মানবসেবা করে চলেছেন দেব।

author-image
IE Bangla Web Desk
New Update
dev

ফের মানবিক উদ্যোগ সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের (Dev)। ফুটপাতে অবহেলায় পড়ে থাকা দুস্থ বৃদ্ধার পাশে দাঁড়ালেন তিনি। ওই বৃদ্ধার যাবতীয় চিকিৎসার ব্যয়ভারের দায়িত্বও নিয়েছেন দেব। সাংসদের এমন মানবিকতায় মুগ্ধ অনুরাগীরা।

Advertisment

গতবার লকডাউনের (Lockdown) সময় থেকেই নিঃশব্দে মানবসেবা করে চলেছেন দেব। কখনও দুস্থদের মুখে খাবার তুলে দিয়েছেন, আবার কখনও বা পরিযায়ীদের ঘরে ফিরিয়েছেন। দিন কয়েক আগেই আম্ফানে ঘর ভেঙে যাওয়া ঘাটালের দুস্থ পান্তিপিসির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ (Cyclone Yaas) আসার আগে নিজস্ব সংসদীয় এলাকায় যথাযথ বন্দোবস্তও করেছেন। এবার রাস্তায় পড়ে থাকা বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করলেন দেব।

<আরও পড়ুন: ‘মানবিক’ মীর! থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুর প্রাণ বাঁচাতে রক্তদান শিল্পীর>

অরিজিৎ মুখোপাধ্যায় নামে জনৈক সমাজসেবী আসলে সোশ্যাল মিডিয়ায় ওই বৃদ্ধার অবস্থার কথা জানান। কয়েকটি পোস্টার-ব্যানার ঘেরা দিয়ে কোনওমতে দিন গুজরান করছিলেন ওই বৃদ্ধা। তাঁকে 'নানিজি' বলে সম্বোধন করে অরিজিৎ জানান, গতবছর আম্ফানের সময়ও তাঁকে পাহাড়া দিয়েছিলেন তাঁরা। এবার ইয়াস-এর সময়ে তাঁর পরিস্থিতি আরও সঙ্গীন। কারণ ওই বৃদ্ধা বর্তমানে কোমরের চোটের কারণে চলা-ফেরার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছেন। তাই ঝড়ের সময়ে এমার্জেন্সি গাড়ি নিয়ে সারাক্ষণ তাঁকে পাহাড়া দেন তাঁদের দলের সদস্য। তার কিছুক্ষণের মধ্যেই আরেকটি ফেসবুক পোস্টে অরিজিৎ জানান, বিধাননগর পুলিশের সহায়তায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই খবর দেবের কানে পৌঁছনো মাত্রই তড়িঘড়ি তাঁর প্রতিনিধিকে দিয়ে যোগাযোগ করান। এবং হাসপাতালে চিকিৎসার যাবতীয় দায়ভার তুলে নেন নিজের কাঁধে। সেই খবরও অরিজিৎ-ই প্রকাশ্যে আনেন।

<আরও পড়ুন: ত্রাণ দিতে গিয়ে ‘চড় খেলেন’ রুদ্রনীল, ‘খাবারে বিষ মেশানোর’ অভিযোগ তৃণমূলের!>

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal tollywood Dev kolkata news tmc
Advertisment